কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে গোটা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন মাধুরী দীক্ষিত। সুন্দরীর নাচ হোক বা অভিনয় বা রূপ, গুণের সংখ্যা অগুনতি। ১৯৮৪ সালে 'অবোধ' ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। এ ছবিটিই তাকে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়। 'দেবদাস'খ্যাত মাধুরী তার ৪০ বছরের ক্যারিয়ারে অসংখ্য আইকনিক নাচের পরিবেশনা করে দর্শকের হৃদয়ে
স্থান করে নিয়েছেন।
হঠাৎ প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে 'গোপন তথ্য' জানালেন আফ্রিদি। সম্প্রতি বলিউডের 'ভুল ভুলাইয়া ৩' সিনেমার সাফল্যে মত্ত মাধুরী দীক্ষিত। বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাধুরী উলেস্নখ করেন যে, পুরনো জনপ্রিয় গানগুলোকে বারবার পুনর্নির্মাণ করার বদলে নতুন গান তৈরি করা উচিত। তিনি বলেন, বলিউড ইন্ডাস্ট্রির উচিত এমন মানসম্মত গান তৈরি করা, যা দর্শকদের মনোরঞ্জন ও বিনোদনে বৈচিত্র্য আনতে পারে।
বলিউডের একাধিক প্রতিভাবান নৃত্যশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাধুরী তার পছন্দের তালিকায় রণবীর কাপুর, শহিদ কাপুর, হৃতিক রোশন, প্রভু দেবা এবং বরুণ ধাওয়ানের নাম উলেস্নখ করেন। তবে হৃতিক রোশনকে তিনি তার সর্বকালের প্রিয় নৃত্যশিল্পী দাবি করেছেন। তার পারফরম্যান্স যেমন ধাক ধাক
করনে লাগা, চান্নে কে ক্ষেত মে, মেরা পিয়া ঘর আয়া, এক দো তিন এবং তেরে বান জাউঙ্গা এর মতো গানগুলো আজও নব্বইয়ের দশকের
মতোই জনপ্রিয়।
এই গানগুলোতে তিনি শুধু নৃত্য কৌশলের নিপুণতা প্রদর্শন করেননি, পাশাপাশি গভীর আবেগও ফুটিয়ে তুলেছেন। ভুল ভুলাইয়া-৩ এর পূর্বে সর্বশেষ ২০২২-এ বেজয় নাম্বিয়ার এবং কারিশমা কোহলি দ্বারা পরিচালিত ওয়েব সিরিজ দ্য ফেম গেম দিয়ে তিনি ওটিটিতে আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে প্রবীণ এই অভিনেত্রীর নতুন চলচ্চিত্রের অপেক্ষায় আছেন দর্শক।