বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মেহজাবীনে মুগ্ধ মিশরীয় দর্শকরা

বিনোদন রিপোর্ট
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
মেহজাবীনে মুগ্ধ মিশরীয় দর্শকরা
মেহজাবীনে মুগ্ধ মিশরীয় দর্শকরা

মিশরের কথা শুনলে আমাদের প্রথমেই মনের অজান্তে যে বিষয়টা ভেসে আসে তা হলো- পিরামিড, প্রাচীন ফারাও রাজা এবং নীলনদের কথা। সেই মিশরীয়দেরও মন জয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মেহজাবীন চৌধুরী। মিশরে তার অভিনীত যে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে মিশরীয়রা তাকে ডিয়ার মালতি হিসেবে চিনেছে। বাংলায় যাকে আমরা প্রিয় মালতি

হিসেবে চিনি।

সেই মালতি দেখে মিশরীয়রা মুগ্ধ হয়েছেন বলে জানা যায়। আফ্রিকা ও আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের মধ্যে অন্যতম কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের পর্দা উঠেছে ১৩ নভেম্বর। উৎসবটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আর এই আসরেই বিশ্ব প্রিমিয়ার হচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় ছবি 'প্রিয় মালতি'।

কায়রো উৎসবে 'প্রিয় মালতি'র প্রদর্শনী নিয়ে গণমাধ্যমকে মেহজাবীন জানান, কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়ালি প্রিয় মালতি সিনেমাটি সিলেক্ট হয়েছে এবং প্রিমিয়ার শোতে মিশরীয়দের যথেষ্ট সাড়া পাচ্ছে। শো শেষ করে এসে মেহজাবীনকে অনেকেই সেভেন আউট অব টেন দিচ্ছেন আবার কেউ ফাইভ আউট অব টেন দিচ্ছেন। আবার কেউ কেউ উপস্থিত দর্শকদের মধ্য থেকে বলছিলেন, আপনাদের দেশের গল্প আর আমাদের দেশের গল্প প্রায় কাছাকাছি। এ ধরনের ঘটনা আপনাদের ওখানেও ঘটে, তা ভেবে আমরা খুব দুঃখ অনুভব করছি। উপস্থিত দর্শকদের সরাসরি রিভিউ দেওয়ায় মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই অনেক ইচ্ছে ছিল যে তিনি মিশরে আসবেন। কিন্তু তিনি যে তার যোগ্যতা প্রমাণের জন্য মিশরের কায়রোতে আসবেন এটা কখনো তিনি কল্পনা করতে পারেননি- এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। এটা একধরনের স্বপ্ন ছিল তার বলা যেতে পারে।

এই অভিনেত্রী আরও বলেন, বাংলাদেশের রিয়েল একটা ঘটনার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে এবং সেটার বাস্তব উপলব্ধিটা সাবলীল অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলাটা আর সেটা দিয়ে আবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা চলচ্চিত্রের মাধ্যমে আসলে বিষয়টা দেশের জন্য এবং আমার জন্য একটা গর্বের বিষয়। হাসতে হাসতে অভিনেত্রী সাংবাদিকদের জানান, আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এই, প্রিয় মালতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়ালি সিলেকশন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে