তিনি বহুকাল আগে থেকেই ফ্যাসিস্টের সমালোচনায় সরব - আশফাক নিপুণ

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
মোস্তফা সরয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর বলে মনে করেন 'মহানগর'খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। এ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি সম্প্রতি। এতে আশফাক নিপুণ বলেন, 'বিষয়টিকে দুঃখজনক না বলে হাস্যকর বললাম, কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পীসমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দ্যবোধ করেননি, এখনো করবেন না। বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামীজনকে জিজ্ঞাসা করে দেখেন? ছঁ্যাত করে উঠবে! আর উনার পুরনো কিছু স্ট্যাটাস, ছবিই যদি অকাট্য প্রমাণ হয়, তাহলে তার বিপরীতে গত ১৫ বছরে, বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে উনার ফেসবুক পোস্ট আমলে নেওয়া হোক? যেগুলো নিয়ে আওয়ামী শিল্পীসমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন? অথবা আওয়ামী সরকারের আমলে দুইবার উনার সিনেমা আটকে দেওয়া আমলে নেওয়া হোক?' নিপুণ বলেন, ''কয়েকটা পোস্ট আর ছবি যদি কোনো দলের দোসর হওয়ার যোগ্যতা হয়, তাহলে গত ১৬ বছরে যেসব শিল্পী নিজেদের 'আপা'র কাছের লোক প্রমাণে, পস্নট, পদ, ব্যবসা-বাণিজ্য বাগানোর জন্য ভুয়া নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে হাত কচলে, তৈলমর্দন করতে করতে আমাকে আর আমিমনাদের দিনরাত শূলে চড়াতেন তাদের জন্য এক বালতি সমবেদনা।" নিপুণ বলেন, ফারুকীর সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা। উনি সংস্কৃতির লোক, তাই উনাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো। উনি দেশে-বিদেশে বিখ্যাত মানুষ, জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকেই ফ্যাসিস্ট সরকারের সমালোচনায় সরব, স্পিরিটে তরুণ, তাই হয়তো উনার এই নিয়োগ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট, ডকুমেন্টস ধারণ করার মতো কাজ উনি যদি করে দেখাতে না পারেন, তাহলে আমিও উনার সমালোচনা করব। নিপুণ বলেন, এই ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি, জানি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই জীবনের কোনো না কোনো সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, কেউ কৌশলে আর কেউ বাধ্য হয়ে ছিল। কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট তাড়াতে সবাই এক হয়ে গিয়েছিল। এখন এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন?