নিজেকে নিয়ে যা বললেন আলস্নু অর্জুন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী চিত্রনায়ক আলস্নু অর্জুন অভিনীত 'পুষ্পা' সিনেমাটি। মুক্তির পরেই সিনেমাটি রচনা করে নতুন এক ইতিহাস। টিজার থেকে লুক, সবটা এতটাই জনপ্রিয় হয় যে, শুধু ভারত নয়. গোটা বিশ্বই ভোগে পুষ্পাজ্বরে। দক্ষিণী ছবির নায়ক আলস্নু অর্জুন রাতারাতি সুপারস্টার খ্যাতি পেয়েছিলেন সারা ভারতে। ঠিক সেই সময়েই একটি ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় হাতাকাটা গেঞ্জি আর পাজামা পরে এক যুবক কিছু কিনতে এসেছেন দোকানে। দাবি করা হয়, ওই যুবকই আলস্নু। এই নিয়ে জল্পনা চলতেই থাকে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। ২০১৭ সালে গোয়ার এক মদের দোকানের সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। তত দিনে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছেন আলস্নু। তার নামেই চলতে থাকে ভিডিওটি। কিন্তু সত্যিই কি ওই যুবক আলস্নু অর্জুন? চলছিল বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলস্নু অর্জুন স্বীকার করে নিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছিল, সেটি তিনিই। স্বীকার করেছেন, মদ কেনার জন্যই তিনি গোয়ার ওই দোকানে গিয়েছিলেন বহু বছর আগে। 'পুষ্পা ২' মুক্তির আগে আলস্নু নন্দমুরি বালকৃষ্ণর চ্যাট শোয়ে দাবি করেন, ২০১৭ সালে গোয়ায় এক বন্ধুর জন্য মদ কিনতে ওই দোকানে গেছেন তিনি। সেই বন্ধুও এ শোয়ে আসবেন বলে জানিয়েছেন আলস্নু। ফলে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন। হয়তো কোনো চমক অপেক্ষা করছে।