বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নতুন গানে কণ্ঠ দিলেন তাসনিয়া ফারিণ

বিনোদন রিপোর্ট
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
নতুন গানে কণ্ঠ দিলেন তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে আলোচনায় এসেছেন। নান্দনিক অভিনয় দিয়েও দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননাও। বলছি সময়ের আলোচিত অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণের কথা। দর্শকপ্রিয় এই অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী আবারও গান গেয়েছেন। গানের সুর ও সঙ্গীতায়োজন

করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ বলেন, 'আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা ভক্তদের জন্য আমার পক্ষ থেকে একটি চমক। তাদের জন্যই নতুন আরও একটি গান গাওয়া। এটি যদি দর্শক-শ্রোতা পছন্দ করেন, তাহলে এ মাধ্যমে একটু সময় দেওয়ার ইচ্ছা আছে।' ২০১৭ সালে 'আমরা আবার ফিরবো কবে' নাটকের মধ্যদিয়ে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপন ও ওয়েবে সিরিজে কাজ করেন। ২০১৮ সালে ফারিণ 'এক্স বয়ফ্রেন্ড' নাটকটি দিয়ে মূলত আলোচনায় আসেন। যার জেরে ২০১৯ সালে তিনি প্রায় ৮০টি নাটকে অভিনয় করেন। দেশের পর কলকাতার সিনেমায়ও তার অভিষেক হয়েছে। সম্প্রতি ময়মনসিংহের একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত 'চক্র' সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। তার হাতে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম 'হাউ সুইট'। এতে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে দেখা যাবে তাকে। বর্তমানে কাজটির চরিত্রের পেছনে সময় দিচ্ছেন তিনি। ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে