বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সেন্টমার্টিন নিয়ে সরব নিলয়

বিনোদন রিপোর্ট
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সেন্টমার্টিন নিয়ে সরব নিলয়
নিলয়

বিনোদনজগতের বেশ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে পোস্ট করেছেন। এদের মধ্যে আছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। তিনি ফেসবুকে সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে একটি স্ট্যাটাসে অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়াতে বলেন।

একটি পোস্টে নিলয় আলমগীর লিখেছেন- সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা পিস্নজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লেখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারে না।

তিনি বলেন, তা ছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য বন্ধ্যাত্বকরণ কোনো কর্মসূচি সরকার নিয়েছে কিনা, আর যদি সরকার কোনো পদক্ষেপ নিয়েও থাকে সাধারণ মানুষ সেটি জানে না কেন?

ইতোমধ্যে সরকার প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে নভেম্বরে রাতযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না। গত অক্টোবরে এমন একটি সিদ্ধান্ত জানানো হয়। তার পর থেকেই সেন্টমার্টিনে এই নভেম্বরে যাচ্ছে না পর্যটক। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন জাগছে। কী হতে যাচ্ছে সেন্টমার্টিনে? এতে স্থানীয় বাসিন্দাদের মতো বিপাকে পড়েছেন ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের বন্য প্রাণী।

এদিকে অভিনেতা নিলয় আলমগীরের মতো একই পোস্ট দিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও সামিরা খান মাহি। তারা সবাই সরকারসহ সাধারণ মানুষকে কুকুরদের পাশে দাঁড়াতে বলেছেন। তাদের পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তারাও সরকারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে