সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রুবেলের সঙ্গে থাকা ২ জন। বরগুনার আমতলীতে যাওয়ার পথে
\হএই দুর্ঘটনা ঘটেছে বলে জানান
নায়ক নিজেই।
রুবেল বলেন, 'আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনার আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আমার অংশ নেওয়ার কথা। তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রম্নত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সে সময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।'
তিনি আরও বলেন, 'দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আলস্নাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি।