কয়েক বছর ধরে শোনা যাচ্ছে সিনেমার অঙ্গনে পা রাখতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি নিজেও জানিয়েছিলেন, সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিশা আবারও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা। তিশার মতে, শাকিব খানের মতো তারও অনেক ভক্ত আছে। দুজন একসঙ্গে হলে ভালো কিছু হবে।
তানজিন তিশা বলেন, 'দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। সেই জায়গা থেকেই পরিকল্পনা করছি। একটি ভালো কনটেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো গল্প, ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস। সেটার জন্যই অপেক্ষা করছি। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব।'
ছোট পর্দার শিল্পীদের ভিন্ন ঘরানার সিনেমায় বেশি দেখা গেলেও তানজিন তিশার আগ্রহ বাণিজ্যিক মশলাদার সিনেমা। অভিনেত্রী বলেন, 'মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যাবে। এটা আমার দর্শকরা বলেছে। তারা বলেছে, একটা হলেও আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত। তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথা চিন্তা করছি। পরবর্তীতে অন্য সিনেমা।'
বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। ভবিষ্যতে শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'সবকিছু মিলে গেলে কেন নয়? শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে।
যখন আমাদের দুজনের দর্শক এক হয়ে যাবে, তখন তো বস্নাস্ট হবে। এ ছাড়া আমি যার সঙ্গেই কাজ
করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এটা আমার
জন্য সৌভাগ্যের বিষয়।'
অনেক অভিনয়শিল্পী ব্যর্থতার ভয়ে সিনেমায় আসতে চান না। তবে তানজিন তিশা জানালেন, ব্যর্থতা নিয়ে ভাবেন না তিনি। তিশা বলেন, 'আমি এসবের কোনো পরোয়া করি না। গল্প পছন্দ হলেই কাজটি করি। কখনোই চিন্তা করি না কাজটি সবার ভালো লাগবে কি লাগবে না। প্রতিটি অভিনয়শিল্পীর অনেক কাজ থাকে। এরমধ্যে প্রতিটি কাজ শতভাগ ভালো হতে হবে এমন কোনো কথা নেই। একটা কাজ ভালো না হলে থেমে যাওয়ার মানুষ আমি নই। যে মানুষের চিন্তা এমন থাকে, তাদের কোনো কিছুতে ভয় থাকে না।'
অভিনেত্রী তানজিন তিশার ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল। এরপর নাচ শিখেন এবং নাচ দিয়েই শোবিজে পা রাখেন তিশা। তারপর মডেলিং দিয়ে পরিচিতি পান। তখনো অভিনয়ে নাম লেখাননি। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত 'ইউটার্ন' দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। প্রথম নাটকেই দর্শকের কাছ থেকে প্রশংসা পেতে থাকেন। গস্ন্যামার আর অভিনয়ে সরব এ অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে সময়ের অন্যতম সমৃদ্ধ মুখ তিনি। অথচ শুরুর অনেকটা সময় বেশ স্ট্রাগল করতে হয়েছে মডেলিংয়ের জড়তা কাটিয়ে নিজেকে অভিনেত্রী প্রমাণে। এর মধ্যে ভালোই প্রমাণ করেছেন নিজেকে। মাঝে অভিনয়ে নিয়মিত না হলেও বছর কয়েক বিরতি দিয়ে নাটকে নিয়মিত হন এবং অভিনয়গুণে নিজেকে নিয়ে যান শীর্ষে, হয়ে
উঠেন তুমুল জনপ্রিয়।
এমনকি সমালোচকের সাম্প্রতিক সময়ের মন্তব্যে আশাতীত পরিবর্তন এসেছে তিশার চরিত্র নির্বাচন আর অভিনয়ে। অসংখ্য দর্শক নন্দিত নাটকও রয়েছে তানজিন তিশার ঝুলিতে। জুটি বেঁধেছেন কমবেশি সবার সঙ্গে। তবে ইদানীং তিশাকে দেখা যাচ্ছে নারীপ্রধান গল্পে। বিশেষ করে 'পুতুলের সংসার', 'রিক্সা গার্ল', 'নরসুন্দরী' নাটকগুলো দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে যেন তুলে ধরেছেন অন্য উচ্চতায়।
নারীপ্রধান গল্পে অভিনয় করার প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চারপাশের নারীরা যেভাবে জীবনযাপন করছেন, তাদের চরিত্র তুলে ধরতে পছন্দ করি। গস্ন্যামারাস নায়িকা, প্রেমের গল্প, রোমান্টিক গল্প- এ ধরনের চরিত্র তো অনেকদিন ধরেই করে আসছি, সবাই করে। ইদানীং নারীর বেঁচে থাকার পেছনের গল্পগুলো আমাকে আকর্ষণ করে। সবকিছুরই একটা সময় থাকে। একসময় গস্ন্যামারস চরিত্রের জন্য মুখিয়ে থেকেছি। এখন সময় এসেছে ভিন্নভাবে ভাবার। সেটিই করছি। চারপাশের এ ধরনের চরিত্র দেখে আমার মধ্যে অনুভূতি তৈরি হয়। এ অনুভূতি অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মধ্যেও তৈরি করাতে চাই।