কিংবদন্তী শিল্পী ওস্তাদ আশীষ খাঁর চিরবিদায়

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
চলে গেলেন কিংবদন্তী সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃতু্যর খবর নিশ্চিত করে ভাতিজা সিরাজ আলী খাঁ লেখেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। চিরকাল তিনি আমাদের হৃদয়ে থাকবেন। বাঙালি সরোদিয়া ওস্তাদ আশীষ খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি। ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগসঙ্গীতের কিংবদন্তী। তার বাবা বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও ফুফু অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশীষ খাঁ। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় 'তানসেন মিউজিক কনফারেন্স'-এও পরিবেশন করেছেন। বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৬-তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি।