নতুন সিনেমায় বুবলী

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
শবনম বুবলী
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীর। তার অভিনীত সর্বশেষ ছবিগুলো খুব একটা ব্যবসায় সফলতা পায়নি। একাধিক সিনেমা আটকেও আছে, মুক্তি মিলছে না। নতুন সিনেমায় এতদিন চুক্তিবদ্ধও হননি। এরই মধ্যে অনেকেই বুবলীর ক্যারিয়ারের শেষ সময় গোনা শুরু করে দিয়েছেন। তাকে নিয়ে যে যা-ই ভাবুক, তবে বুবলী আশাবাদী। তাইতো এবার মিলল এ নায়িকার সুসংবাদ। অনেকটা সময় পর নতুন সিনেমার ঘোষণা এসেছে শবনম বুবলীর। সিনেমার নাম 'পিনিক'। এতে তার নায়ক আদর আজাদ। ছবিটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল। এর আগেও আদর আজাদের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন বুবলী। এদিকে জাজ মালটিমিডিয়ার ফেসবুক পেজে এই ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। সেখানে অবশ্য বুবলীর উপস্থিতি নেই। এদিকে অ্যাকশন ঘরানার এই ছবিতে বুবলীকে পাওয়া যাবে ভিন্নরূপে। তিনি বলেন, 'পিনিক'-এর গল্প অসাধারণ। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। অভিনয়ের অনেক জায়গা আছে। আমার বিশ্বাস খুব ভালো একটি কাজ হতে চলেছে। এর আগেও আদর ও আমার জুটি মানুষ গ্রহণ করেছে। এবার বেশ আলাদা রূপে আসছি আমরা। আশা করছি ভালো লাগবে দর্শকদের। তবে এই বালখিল্য নামের 'পিনিক' সিনেমায় দর্শক কতটা আগ্রহী হয় সেটাই চিন্তার বিষয়। তবে বৃক্ষ তোমার নাম কী, ফলেই পরিচয়- সেটা যদি ঘটে তাহলেই ভালো লাগবে দর্শকের। এখন দেখা যাক, কী হয় ছবিটার। এদিকে এরই মধ্যে বুবলী কাজ শেষ করেছেন 'জংলি' সিনেমার। এ ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে তাকে। দ্রম্নতই ছবিটি মুক্তির কথা রয়েছে। ছবিটিতে সিয়ামকে একেবারে বিভীষিকাময় ভিন্ন লুকে দেখা যাবে। এমন লুকে আগে কখনো দেখা যায়নি সিয়ামকে। তাই অনেকেই বিস্মিত হয়ে বলছেন, এ আবার কোন সিয়াম? সেই অবাককরা সিয়ামের সঙ্গে কোন লুকে দেখা দেন বুবলি সিনেমাটি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত দর্শকের অপেক্ষা করতে হবে।