'শিকড়ের টানে' আবুল হায়াত

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলাদেশের নাট্যাঙ্গনে বহুল আলোচিত এবং জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত। তিনি একাধারে অভিনেতা, নাট্যনির্দেশক, নাট্যকার। ডাকনাম রবি, তিনি দীর্ঘদিন ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। ব্যক্তিগত জীবনে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং ঢাকা ওয়াসার প্রকৌশলী ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত এই গুণী অভিনেতাকে এখন আগের মতো খুব বেশি অভিনয় করতে দেখা যায় না। সত্যিকার অর্থে গল্প ও চরিত্র বেছে কাজ করা বলতে যা বোঝায়, এখন তিনি সেটাই করছেন। সম্প্রতি এমনই একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এ অভিনেতা। এটি এক খন্ডের একটি নাটক। নাম 'শিকড়ের টানে'। এটি রচনা করেছেন সুজিত বিশ্বাস ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এরই মধ্যে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন আবুল হায়াত। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, 'এ নাটকে আমি গল্পের প্রধান চরিত্র অর্থাৎ আমি দাদুর চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম গরিব একটি মেয়েকে বিয়ে করার জন্য। ২৫-২৬ বছর পর তার একটি ছেলে আমার কাছে এসে উপস্থিত হয় শিকড়ের টানে। এটাই মূল গল্প। এর আগে আমি বাবু সিদ্দিকীর নির্দেশনায় কাজ করিনি। তার কাজের ডিজাইন ভালো। আমার কাছে ভালো লেগেছে।' নাটকটিতে আবুল হায়াতের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আরজুমান্দ আরা বকুল, শাশ্বত দত্ত, মাফতোহা জান্নাত মিম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, 'বর্তমানে এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করা ভীষণ সাহসের। পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গল্প নির্বাচনে।' আরজুমান্দ আরা বকুল বলেন, 'দীর্ঘদিন পর হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করে সত্যিই ভীষণ ভালো লাগল। আমাদের মধ্যে গুণীজনেরা এখনো আছেন, এটাই তো আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। একজন আবুল হায়াত আমাদের অভিনয় অঙ্গনের গর্ব, অহংকার। যদিও তিনি কিছুটা অসুস্থ। তার পরও গল্প ভালো লাগায় তিনি যে অভিনয় করেছেন, এটাও অনেক বড় বিষয়। অনেকদিন পর হায়াত ভাই, হাকিম ভাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করাটা উপভোগ্য ছিল। শতাব্দী ও জিম নতুন হিসেবে ওরাও বেশ ভালো করছে অভিনয়ে। ওদের জন্য শুভকামনা রইল। পরিচালকের জন্যও শুভকামনা। এমন ভালো গল্প নির্বাচনে তাকে বিশেষ ধন্যবাদ।' শাশ্বত দত্ত বলেন, 'কাজটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমাদের সবার শিডিউলজনিত সমস্যা এবং বাজেটেরও একটা বিষয় ছিল। যে কারণে কাজটি আমাদের একদিনে করতে হয়েছে। সকাল ৮টায় কল টাইম ছিল।' নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে কিছুদিন আগে আবুল হায়াত তার আত্মজীবনী প্রকাশ করেছেন। দশ বছর সময় নিয়ে জীবনের দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো তিনি এক করেছেন নিজের আত্মজীবনীতে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, 'জন্ম থেকে এই পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।'