পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার অত্যন্ত ক্ষুরধার চেহারার ইয়ামিন হক ববি, শোবিজ অঙ্গনে ববি নামেই পরিচিত। ছোট্ট এই খন্ড নামেও যেন তেমনি ক্ষুরধার। একাডেমিক শিক্ষায় তো আরও বেশি ক্ষুরধার। এমন নায়িকা যেন বলিউড চলচ্চিত্রেই মানাত বেশ। ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন? মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি লাভ করেন। অল্প সময়েই পরিচিতি পেয়ে যান ঢাকাই ইন্ডাস্ট্রিতে। 'দেহরক্ষী' সিনেমা তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। প্রথম সিনেমা 'খোঁজ-দ্য সার্চ' ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত সাড়া জাগানো 'দেহরক্ষী' সিনেমায়। এ পর্যন্ত ৩০টির মতো সিনেমায় অভিনয় করা ববির সর্বশেষ মু্িক্ত পায় 'ময়ূরাক্ষ্ণী' সিনেমা। তবে সিনেমাটি চূড়ান্তভাবে ফ্লপ হয়।
মডেল হিসেবে কর্মজীবন শুরু করা ববি বড় পর্দায় আগমনের আগে ছোট পর্দায় বেশ মাত করেছিলেন। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে 'মিস এশিয়া প্যাসিফিক' নামে একটি পুরস্কার জিতেছিলেন। গণ-অভু্যত্থানের পর আবার ধীরে ধীরে সরব হয়ে উঠছে চলচ্চিত্র অঙ্গন। বুধবার রাতে 'বউ' সিনেমার মহরতে এফডিসিতে হাজির হয়েছিলেন নায়িকা ববি।
নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন? এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।
গণ-অভু্যত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।
এদিন লাল শাড়ি আর নজরকাড়া গহনা পরেছিলেন ক্ষুরধার নায়িকা ববি। রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকে জানতে চাইছিলেন, বিয়ে করছেন কবে? জবাবে তিনি জানিয়েছেন, বর পেলেই। সাঁইত্রিশ বছর পেরিয়ে গেছে এখনো কাঙ্ক্ষিত বর পাননি। কিন্তু ঢাকাই চলচ্চিত্রে কি তিনি তার সঙ্গে মনমতো জুটি হওয়ার মতো কাঙ্ক্ষিত নায়ক পেলেন? যা তাকে প্রতিষ্ঠিত করে দেবে সোনালি সিনেমার নায়িকাদের মতো? নতুন এই সিনেমা ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। এটি নির্মাণ করছেন কে এ নিলয়।
'বউ' সিনেমার মহরতে পরিচালক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষে 'বউ' সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রম্নত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। নতুন বাংলাদেশে এমন পুরনো নামের সিনেমা নিয়ে কতটা আশাবাদী? জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে।
জবাবে ববি বলেন, সিনেমার কাজ কিন্তু হচ্ছে টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সে রকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সব সময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী। আর পুরনো নামের সিনেমা হলেও বউ কখনো পুরনো হয় না, চিরকালই নতুন থাকে।
গত ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত সিনেমা 'ময়ূরাক্ষী'। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় ছিলেন নায়িকা ববি। পরিচালক রাশিদ পলাশকে ববি ফ্রি-স্টাইলে মারধরও করেছিলেন বলে জানা যায়। পরিচালককেই বেধড়ক পেটান এমন কথা শুনলে কোথায় 'বর' পাবেন ববি?
রাশিদ পলাশের সেই ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছিলেন সুদীপ বিশ্বাস দীপ। ছবিটি প্রেক্ষাগৃহে আলোচনা না তুলেও নির্মাতার সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়ে ছবিটিকে আলোচনায় আনেন নায়িকা। তারপরও ছবিটি বাজার পায়নি।
এদিকে বারবার নানা বিতর্কে জড়িয়ে পড়া ববিকে ঘিরে ৩০ লাখ টাকার অভিযোগ ওঠে। তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা জয় সরকার। নির্মাতার দাবি, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও 'আমার হৃদয়ের কথা' সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন ববি। বলেন, 'এ রকম কোনো কিছুই জানি না আমি।'
তবে নানা সময়ে নানা বিতর্কে জড়িয়ে পড়া ববির ক্যারিয়ারের জন্যও যেন সুখকর হয়নি। তারকাদের জীবনে অনেকের বিতর্ক ক্যারিয়ারের জন্য সুফল বয়ে আনে কিন্তু ববির ক্ষেত্রে যেন ঠিক উল্টোটাই। যেমন গত বছর কুখ্যাত ও পতিত ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গেও দেখা গেছে এই চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। এই নায়িকা নিজেই সেই সময় তার ফেসবুকে আলোচিত এই পুলিশ কর্মকর্তার সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন। তখন ছবির ক্যাপশনে হারুন অর রশীদের অতিথি পরায়ণ ব্যবহারে মুগ্ধ হয়ে ধন্যবাদ জ্ঞাপনও করেন ববি। সেদিন দুপুরে সেই কুখ্যাত ডিবিপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন ববি। চ্যানেল আই অনলাইনকে ঢাকাই ছবির 'বিজলী'খ্যাত এই নায়িকা তখন বলেছিলেন, হারুন ভাই আমার দীর্ঘদিনের পরিচিত। অনেকদিন তার সঙ্গে দেখা হয় না। তার অফিসের ওইদিকে অন্য কাজে গিয়েছিলাম। তখন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসি।
উলেস্নখ্য, তখন ২০২৩ সালে ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান অভিনীত, জাজ মালটিমিডিয়া প্রযোজিত 'পাপ' সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন সৈকত নাসির। ছবিটিতে ববি ডিবিপ্রধানের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সেই ডিবি হারুন প্রশংসিত ছবিটি চূড়ান্তভাবেই ফ্লপ হয়।