বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

অভিনয়ে নিয়মিত হলেন নাবিলা

বিনোদন রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
অভিনয়ে নিয়মিত হলেন নাবিলা
অভিনয়ে নিয়মিত হলেন নাবিলা

কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। মা হওয়ার আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার আবারও ফিরেছেন অভিনয়ে।

এরই মধ্যে দেশের বেসরকারি একটি টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক 'গোলমাল'-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এ ছাড়া আরও একটি নাটকে নাম লিখিয়েছেন নাবিলা। নাট্যকার ও নাট্যনির্মাতা মো. রবিউল সিকদারের রচনা ও পরিচালনায় 'মায়ের দাম' নাটকে প্রধান চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বিনতে ইসলাম বলেন, 'রবি ভাইয়ের নাটকের গল্প নিয়ে ভাবনা আমার কাছে ভালো লেগেছে। তিনি নাটকের প্রতিটি চরিত্র বেশ গুরুত্ব দিয়ে চমৎকারভাবে তুলে ধরেছেন। যেহেতু তিনি নিজেই নাটকটির রচয়িতা, সে কারণে তিনি তার নিজের মতো করেই নাটকটি নির্মাণ করেছেন। আমার কাছে আমার চরিত্রটিও বেশ ভালো লেগেছে। আমি জীবন-ঘনিষ্ঠ এ গল্পের নাটকটি নিয়ে খুব আশাবাদী। আশা করছি এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।'

নাবিলা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় নাটক ছিল অনন্য ইমন পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক 'সাহেব বিবি গোলাম'। এ ছাড়া তার অভিনীত প্রথম সিনেমা 'যুদ্ধ জীবন', যার নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে