বিচারকের আসনে রুবেল
প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
নাট্যকার ও প্রযোজক ফরিদুল ইসলাম রুবেল একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন। 'মিস্টার অ্যান্ড মিস গস্ন্যামার লুকস-২০২৪' এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ব্যাপারে ফরিদুল ইসলাম রুবেল বলেন, দেশের বিভিন্ন জায়গার প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা ফ্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে 'মিস্টার অ্যান্ড মিস গস্ন্যামার লুকস'। এই শো'তে অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগী (ছেলেমেয়ে) খুবই মেধাবী ও কর্মঠ। এই রিয়েলিটি শো'র মাধ্যমে, চিত্রনাট্য তৈরি, অভিনয়, আবৃত্তি, নাচ-গান,র্ যাম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে করে এখান থেকে যারা প্রথম থেকে সপ্তম স্থান অর্জন করবে তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে- এই প্রত্যয়ে রিয়েলিটি শো'টি প্রতিবছর আয়োজন করে আসছে।