বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মা হওয়ার মতো গর্ব আর কিছুই হতে পারে না : শ্রীময়ী

বিনোদন ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
মা হওয়ার মতো গর্ব আর কিছুই হতে পারে না : শ্রীময়ী
মা হওয়ার মতো গর্ব আর কিছুই হতে পারে না : শ্রীময়ী

এর আগেও স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছেন কাঞ্চনপত্নী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে সেই ছবি ছিল ঘরোয়া। অন্তঃসত্ত্বা অবস্থার রোজনামচা প্রকাশ পেয়েছিল সেই ছবিতে।

কিন্তু এবার সন্তান ধারণের খবর আড়ালে রেখেছিলেন শ্রীময়ী। দীপাবলির আবহে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মলিস্নকের ঘরে আসে লক্ষ্ণী। তারপর থেকে ধাপে ধাপে অন্তঃসত্ত্বা কালের অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছেন এ তারকা দম্পতি। মাতৃত্বকালীন ফটোশুটও সেরেছিলেন তিনি। তবে তা প্রকাশ্যে আনেননি- সবই তুলে রাখা ছিল অ্যালবামে। পরিকল্পনা ছিল সন্তান কোলে আসার পরেই প্রকাশ্যে আনবেন সেসব অভিজ্ঞতা। অবশেষে মাতৃত্বকালীন ফটোশুটের সেই ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

পরনে সাদা ফিনফিনে স্যাটিন বস্ত্র। স্পষ্ট স্ফীতোদর। মাথায় বাঁধা বেণী। মুখে মাতৃত্বের জ্যোতি। এভাবেই ধরা দিলেন শ্রীময়ী ফটোশুটে। সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন রাখা ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন- জীবনের বহু বিষয়ের জন্য আমি গর্বিত। কিন্তু মা হওয়ার মতো গর্বের আর কিছুই হতে পারে না। মঙ্গলবার প্রকাশ্যে আনা ছবি শ্রীময়ী তুলেছেন পরিপাটি হয়ে। অন্তঃসত্ত্বা অবস্থার যন্ত্রণার কথাও বলেছেন শ্রীময়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে