ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক, বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই শুটিং শিডিউল থাকে তার। নির্মাতাদের কাছেও নাদিয়ার চাহিদা বেশি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক রয়েছে, যেগুলো প্রচার হবে টেলিভিশনে। এ ছাড়া রয়েছে সিঙ্গেল নাটকও। বর্তমানে এসব নাটকের শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।
নাদিয়া গল্পনির্ভর কাজ করতে সবসময় পছন্দ করেন। তাই ভালো কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। কারণ এখন নাটকে অনেক অশ্লীল কাজ হচ্ছে বলেও ধারণা তার। এ বিষয়টি নিয়ে নাদিয়া গণমাধ্যমকে বলেন, 'এখন ফিল্টারিং করার সময় এসে গেছে। যেমন একটি সময় ছিল, যখন অশ্লীল সিনেমা নির্মাণ হতো। এখন সেটি নাটকে ঢুকে গেছে। এখন টিভি নাটকে অশ্লীল ভাষার ব্যবহার শুরু হয়েছে। আমি যার সরাসরি বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে অনেক নির্মাতার সঙ্গে আমার বাকবিতন্ডাও হয়। কেউ আমাকে দিয়ে চাইলেও এমন অশ্লীল সংলাপ দেওয়াতে পারবে না। কারণ আমি সিনেমা নয়, নাটকের ভক্ত। সেই নাটক অশ্লীলতার কারণে আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, তা আমি হতে দেব না। যার কারণে এমন আপত্তিকর সংলাপ থাকলে আমি কাজটি করি না। হয়তো তার জন্য আমার নাটক কমে গেছে। তাতে সমস্যা নেই, আমি এসব বিষয়ে কথা বলে যাব।'
এ সময় তিনি আরও বলেন, 'এখন দর্শকও এমন অশ্লীল সংলাপ পছন্দ করছে। যার জন্য নির্মাতারাও বানাচ্ছে। কারণ ভিউ লাগবে। তাই আমি মনে করি, আমাদের এখনই সচেতন হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা যদি ভালো কাজ দিয়ে এখনই দর্শকদের রুচি পরির্বতন করে না দিতে পারি, তাহলে ভালো কাজগুলো দর্শকপ্রিয়তা হারাবে। তাই নির্মাতাদের আরও বেশি সচেতন হতে হবে।'
নাটকের পাশাপাশি নাদিয়া ওটিটিতেও কাজ করেছেন। সবশেষ ভিকি জাহেদের 'একটি খোলা জানালা' ওয়েব ফিল্মে কাজ করেছেন। তার হাতে বর্তমানে বেশ কয়েকটি নাটক রয়েছে। যার মধ্যে উলেস্নখযোগ্য 'এখন যেওনা তুমি', 'তেল ছাড়া পরোটা', 'পাত্রী উধাও' ইত্যাদি। এ ছাড়া বেশকিছু ধারাবাহিকের কাজও আছে তার হাতে।