ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা 'দরদ'। আগামী শুক্রবার বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইদানীং সিনেমার মুক্তির আগে এর টিজার-ট্রেইলারসহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছে। সেই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন হিন্দি ও বাংলা। 'জিসম মে তেরে' শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। লিখেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম 'এই ভাসাও'। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা যায় শাকিবকে। হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি-সিরিজ পপ-চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে, অন্যদিকে বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে টি-সিরিজ বাংলা ও টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে। এরপর রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়।
এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন। একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক।
প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হলো 'দরদ'। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, 'বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকান্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।'
সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন, 'দেশের পরিস্থিতি এখন অন্য রকম, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল না। আগের অবস্থার সঙ্গে এখনকার সময় তুলনা করলে হবে না। তবুও আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি, কলকাতায় বড় করে প্রচারণা চলছে।'
'দরদ' সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের 'দরদ' সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে। এর আগে 'দরদ' সিনেমার টিজার এসেছিল গত এপ্রিলে।
সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলা ভাষার পাশাপাশি 'দরদ' মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়। শাকিব খান বর্তমানে মুম্বাইয়ে 'বরবাদ' সিনেমার শুটিং করছেন। এখানে তার নায়িকা হয়েছেন 'প্রিয়তমা'র অভিনেত্রী ইধিকা পাল।
এদিকে একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে ভারতীয় বাংলা ছবির প্রযোজনা সংস্থা 'এসকে মুভিজ'। 'এইট্টিন অন স্ক্রিন' শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে 'বরবাদ' ছবির শুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় চলে যান কিং খানখ্যাত শাকিব। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। আর এসব তারকার মধ্যমণি ছিলেন শাকিব খান।
সম্প্রতি এ আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে 'মেগাস্টার সম্বোধন' করে ডেকে নেন।
মঞ্চে উঠে মুক্তির অপেক্ষায় থাকা 'দরদ' ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, 'দরদ' অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে।
ভারতের কলকাতার প্রশংসা করে বাংলাদেশের তারকা শাকিব খান বলেন, 'যতবারই কলকাতায় আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না।' সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে সামাজিকমাধ্যমে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন- '১৮ সিনেমার মধ্যমণি দরদ।'