শেষ হচ্ছে টেইলর সুইফটের 'ইরাস টু্যর'
প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
পপ সুপারস্টার টেইলর সুইফট তার সঙ্গীতের যাত্রা শুরু করেন মাত্র ১৬ বছর বয়সেই। এরপর তার গানের প্রতিভা তাকে বিশ্বের সেরা পপস্টার মিউজিশিয়ানদের একজনে পরিণত করেছে। বর্তমানের সঙ্গীত দুনিয়ায় এ সময়ের সেনসেশন টেইলর সুইফট। একের পর এক রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। কখনো তার গান-অ্যালবাম গড়ছে রেকর্ড, আবার কখনো কনসার্টের কারণে হচ্ছে ভূমিকম্প! এদিকে আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে টেইলরের বিখ্যাত ইরাস টু্যর। কিন্তু বিদায় জানানোর জন্য এখনো প্রস্তুত নন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টেইলর লেখেন, 'আর মাত্র ৪টি শহরে পারফর্ম বাকি, তাই মঞ্চের প্রতিটি মুহূর্ত আমি গভীরভাবে উপভোগ করছি। তবে ভক্তদের উন্মাদনা সত্যিই আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে।'
মার্চ ২০২৩ থেকে সুইফটের রেকর্ড ভাঙা এ ইরাস টু্যরটি শুরু করেন। এরপর এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে কনসার্ট করেন। গত বছরের নভেম্বরে মুক্তি পায় টেইলরের এ সঙ্গীত সফর নিয়ে নির্মিত 'টেইলর সুইফট : দ্য ইরাস টু্যর' সিনেমা। এটি মূলত মার্কিন এ পপ তারকার সাম্প্র্রতিক সময়ের কনসার্ট টু্যরের ভিডিওচিত্র দিয়ে বানানো একটি ছবি। পরিচালনা করেছেন স্যাম রেঞ্চ। জানা গেছে, এবার ইরাস টু্যরের অংশ হিসেবে ১৪ নভেম্বর থেকে টেইলর কানাডার টরন্টোতে ছয়টি শো করবেন এবং ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে তিনটি শো দিয়ে ইরাস টু্যরের যবনিকা টানবেন।
এবারের গ্র্যামির মনোনয়নে টেইলরের 'দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট' অ্যালবামটি বর্ষসেরা রেকর্ড বিভাগে স্থান পেয়েছে।?এর আগে বর্ষসেরা অ্যালবাম পুরস্কারটি মোট চারবার জিতেছেন টেইলর সুইফট। চলতি বছরের শুরুতে 'দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট' অ্যালবামটি টানা ১৫ সপ্তাহ টপ চার্টের শীর্ষে ছিল। এ নিয়ে মোট সাতবার গ্র্যামির সর্বোচ্চ সম্মানের জন্য মনোনীত হলেন টেইলর।
অন্যদিকে বিশ্বের সর্বাধিক ধনী নারী সঙ্গীতশিল্পীর খেতাব এখন টেইলর সুইফটের দখলে। তার সফল 'ইরাস টু্যর'-এর মাধ্যমে তিনি রেকর্ড আয়ের শীর্ষে পৌঁছেছেন, যেখানে রিহানা, ম্যাডোনা এবং বিয়ন্সের মতো ধনবান নারী শিল্পীরাও তার পেছনে পড়েছেন। ফোর্বসের মতে, সুইফটের সম্পদের পরিমাণ এখন ১.৬ বিলিয়ন ডলার, যা গত বছরের অক্টোবর থেকে ৫০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। তখন তার সম্পদের পরিমাণ ছিল ১.১ বিলিয়ন ডলার।