বরেণ্য অভিনেতা দেলি গণেষ মারা গেছেন

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
তামিল সিনেমার বরেণ্য অভিনেতা দেলি গণেষ মারা গেছেন। শনিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। দেলি গণেষের পুত্র মাহা দেবনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য ফ্রি প্রেস জার্নাল। দেলি গণেষের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বাবা ড. দেলি গণেষ ৯ নভেম্বর রাত ১১টায় মারা গেছেন।' দেলি গণেষ ঘুমের মধ্যে মারা গেছেন। ১৯৪৪ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন দেলি গণেষ। ১৯৬৪-১৯৭৪ সাল পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত ছিলেন। ১৯৭৭ সালের শেষের দিকে তামিল সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা রাখেন। পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ৪ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উলেস্নখযোগ্য চলচ্চিত্র হলো- 'নয়কান', 'অপূর্বা', 'মাইকেল মাদানা কামা রাজন', 'থেনালি' প্রভৃতি। বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন দেলি গণেষ। এসব সিনেমা হলো- শাহরুখ খান অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস', রণবীর-ক্যাটরিনা অভিনীত 'আজব প্রেম কি গজব কাহানি' প্রভৃতি।