২৭ বছর পর ফের একসঙ্গে অজয়-আমির

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
দুইজনই বলিউডের বড় অভিনেতা। সেই সঙ্গে ভালো বন্ধু। এরপরও পর্দায় তাদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। ১৯৯৭ সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ছবি 'ইশ্‌ক'। এই ছবিতে অজয় দেবগন এবং আমির খান প্রথম একসঙ্গে অভিনয় করেন। এরপর কেটে গেছে ২৭ বছর। অবশেষে দুই অভিনেতা ফের একসঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার মুম্বাইয়ে 'তেরা ইয়ার হু ম্যায়' ছবির মহরতে উপস্থিত ছিলেন আমির ও অজয়। এই ছবির মাধ্যমে ইন্দ্রের ছেলে আমন ইন্দ্র কুমার অভিনয়ে পা রাখছেন। অজয় প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আমির বলেন, 'অজয়ের সঙ্গে দেখা হলে ভালো লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না। কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরে ওঠে।' আমির প্রসঙ্গে বলতে গিয়ে 'ইশ্‌ক' ছবির স্মৃতিচারণ করেন অজয়। তার কথায়, 'ছবির শুটিংয়ের সময় আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয়, আমাদের আবার একসঙ্গে ছবি করা উচিত।' অজয়ের মন্তব্যকে সমর্থন করেন আমির। এ খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল, তা হলে কি এই জুটি 'ইশ্‌ক'-এর সিকু্যয়েলের প্রতি ইঙ্গিত করেছেন। তবে দুই অভিনেতা যে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, তা জেনে খুশি অনুরাগীদের একটা বড় অংশ।