মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বদলে যাওয়া পরীমনি

বিনোদন রিপোর্ট
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
বদলে যাওয়া পরীমনি
বদলে যাওয়া পরীমনি

এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। আর স্ট্রিমিং পস্ন্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেল ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'। মুক্তির প্রথম দুই দিনেই দর্শক মহলে সাড়া ফেলেছে ৮ পর্বের এই সিরিজটি। বলা যায়, সিনেমা করে যা না আলোড়ন তুলতে পেরেছেন এক ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব' করেই সেই আলোড়ন তুলেতে পেরেছেন পরী। যার প্রধান ভূমিকায় অভিনয়ই করেছেন পরী। ওয়েব সিরিজটি দেখে দর্শকরা বলছেন, নতুন এক পরীমনিকে দেখলাম। এতে সুপ্তি চরিত্রে পরীকে দেখে অবাক হয়েছেন অনেকে। এমন চরিত্র ও পরিণত অভিনয়ে এর আগে তাকে দেখা যায়নি। তিনি নিজেকে ভেঙেচুরে নতুন রূপে উপস্থাপন করেছেন।

স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ অ্যাক্সাইটেড ছিলেন তিনি। পরী গণমাধ্যমকে বলেন, 'প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচইয়ের কারণে।'

আরও বলেন, 'শুটের শুরুর দিন থেকেই আমি বেশ অ্যাক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।'

পরী বলেন, 'প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচইয়ের কারণে। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন তো দর্শকদের সেই কাজের প্রতিক্রিয়া পাওয়ার সময়।'

সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরীমনি আরও বলেন, 'শোনেন আমি ছাড়া সুপ্তি চরিত্রটি হতো না। সুপ্তিকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তি চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তি চরিত্রটি করে ফেলেছি।'

অনম বিশ্বাস পরিচালিত 'রঙিলা কিতাব'-এ পরীর বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। ওয়েব সিরিজের গল্পে দেখানো হয়েছে, একটি মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। তবে মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। অন্তঃসত্ত্বা সুপ্তিও ছুটতে থাকেন তার প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে 'রঙিলা কিতাব'। মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে ওয়েব সিরিজটি।

জানা গেছে, মা হওয়ার পর এটাই ছিল পরীমনির প্রথম কাজ। পাশাপাশি 'রঙিলা কিতাব' দিয়ে এই প্রথম ওয়েব জগতেও নাম লেখালেন হালের এই জনপ্রিয় নায়িকা। আর প্রথম কাজ দিয়েই যেন ছক্কা হাঁকালেন। অন্তঃসত্ত্বা সুপ্তি চরিত্রে পরী মানিয়ে নিয়েছেন বেশ। বাস্তবজীবনের অভিজ্ঞতা দিয়ে নিজের প্রথম সিরিজের মাধ্যমে দর্শক মনে দাগ ফেলেছেন তিনি। পরীমনির সঙ্গে এ বিষয়ে রোববার জানতে চাইলে বলেন, 'এই মুহূর্তে গাজীপুরে আছি একটি শুটিংয়ে।'

'রঙিলা কিতাব' নিয়ে কেমন সাড়া পাচ্ছেন- এমনটা জানতে চাইলে পরীমনি বলেন, 'অনেক দিন ধরে এমন একটা ভালো কাজের অপেক্ষায় ছিলাম। দুর্দান্ত একটা গল্প রয়েছে এই সিরিজে। প্রথম প্রথম চিন্তা করেছিলাম এ ধরনের চরিত্রে নিজেকে কতটুকু পরিস্ফুটিত করতে পারব...। বলতে পারেন অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা গ্রহণ করে নিজেকে এখন পরিপূর্ণ মনে হচ্ছে। তাই জোর দিয়ে বলছি, সুপ্তিকে অনুভব করতে হলে হৃদয় দিয়ে রঙিলা কিতাব দেখতে হবে।'

তিনি আরও বলেন, 'এটা সত্যি এই ওয়েব সিরিজটি নিয়ে যখন আমার সঙ্গে কথা হয় তখন আসলে কোনো কাজ নিয়ে ভাবনার জায়গায় ছিলাম না। কারণ আমার বাচ্চার বয়স তখন দেড় দুই মাস। ওই সময় বাবুকে রেখে শুটিংয়ে যাব, এটা ভাবতেই পারিনি। কিন্তু সেই সময় থেকে এক বছর পরও যে এই সুপ্তি চরিত্রটি আমার জন্য বরাদ্দ ছিল, এটা সত্যিই পরম সৌভাগ্যের। আমার মনে হয় সুপ্তি চরিত্রটি আমি ঠিকঠাক মতো করতে পেরেছি, বাকিটা দর্শকই ভালো বলতে পারবেন। এটাও সত্য যে সবে শুক্রবার মুক্তি পেয়েছে এটি। এখনো অনেক দূর দেখার বাকি রয়েছে। তবে এখন পর্যন্ত যে সাড়া পেয়েছি এবং প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি- তাতে বেশ সন্তুষ্টই বলা চলে।'

নিজের বিষয়ে পরীমনি বলেন, 'নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তার মধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বল, বিয়ে বল, বাচ্চা বল, ডিভোর্স বল এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বল- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।'

সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারে এই দুটি মুখ্য চরিত্রকেই উপস্থাপন করা হয়। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সঙ্গে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়। রঙিলা কিতাবের অফিসিয়াল পোস্টার দেখেই দর্শক বুঝতে পেরেছিলেন ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর এর কন্টেন্ট। কিঙ্কর আহসানের লেখা 'রঙিলা কিতাব' উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

ছবিটিতে শুধু পরীমনিই নন সিরিজজুড়ে মোস্তাফিজুর নূর ইমরানও দারুণ পারফর্ম করেছেন। তিনিই মূলত সিরিজের গল্পের ধারাবাহিকতা ধরে রেখেছেন, আর সেটা আরও বাড়িয়েছেন ফজলুর রহমান বাবু। মনোজ প্রামাণিকও তার প্রতিভা দেখিয়েছেন। পাশাপাশি ইরেশ জাকের ও শিমুল শর্মাও অল্প সময় অভিনয় করে বেশ জমিয়ে রেখেছিলেন সিরিজটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে