চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে শোরুম উদ্বোধনে বাধার মুখে পড়ে শেষমেশ ঢাকায় ফিরতে হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। শনিবার দুপুরে অভিনেত্রীর নিজ শহরে এ ঘটনা ঘটে। 'ব্যবসায়ী তাওহীদি জনতার ব্যানার' নামে একদল মানুষের বাধার মুখে সেখানে আর যাননি তিনি। জানা যায়, নগরের রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে 'খুকি লাইফস্টাইল' নামে একটি শপ উদ্বোধনের কথা ছিল তার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তাও মেহজাবীন দিয়েছিলেন বিষয়টি নিয়ে। এদিকে মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না বলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয় রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে। এই ব্যানারটি সে বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুকে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে এমন ঘটনায় মেহজাবীনকে নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে তার ভক্ত-অনুরাগীদের। তার প্রেক্ষিতে একটি ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী। তাতে মেহজাবীন লিখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমান-বন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।