রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কথা বলার সময় শব্দ বাছাই করে বলা উচিত: বিদ্যা

বিনোদন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বিদ্যা বালান

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা বালান। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার দক্ষতা রয়েছে তার মধ্যে। তিনি বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনে তিনি এ যাবৎ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং পাঁচটি স্ক্রিন পুরস্কার অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৪ সালে ভারত সরকার কর্তৃক তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে

ভূষিত করা হয়।

তরুণ বয়সেই চলচ্চিত্রের সঙ্গে তার সম্পৃক্ততা ঘটে এবং ১৯৯৫ সালে হাম পাঁচ হিন্দি সিটকমের মাধ্যমে প্রথম অভিনয়ে আসেন। বিদ্যা এমন একজন অভিনেত্রী, যার মতো ভার্সেটাইল ক্যারিয়ার সম্ভবত বর্তমান প্রজন্মে কোনো বলিউড অভিনেত্রীরই নেই। 'কাহানি'তে বিদ্যা বাগচীর চরিত্রে সাসপেন্স গড়ে তোলা থেকে 'ডার্টি পিকচার'-এ সিল্ক স্মিতার চরিত্রে উষ্ণতা বাড়ানো, আবার তাকেই 'ভুলভুলাইয়া'তে দেখা গিয়েছে 'মঞ্জুলিকা' চরিত্রে। সব ধরনের চরিত্রেই তিনি অত্যন্ত সাবলীল। অথচ এই বিদ্যার ক্যারিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটেছিল, যা দাগ ফেলে দিয়েছিল তার মনে।

'দ্য ডার্টি পিকচার' বিদ্যা বালানের বলিউডের ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় ভূমিকাগুলোর মধ্যে একটি এবং তিনি এটির জন্য প্রচুর ভালোবাসাও পেয়েছিলেন। বিদ্যা এই ছবির জন্য ওজনও বাড়িয়ে দিয়েছিলেন। যেখানে অনেকেই এই ধরনের চরিত্রে অভিনয় করার বিষয়ে বেশ শঙ্কিত ছিলেন। অনেকেই বিদ্যাকে পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের ভূমিকা তার ইমেজের জন্য ঠিক নয়। কিন্তু বিদ্যা সম্প্রতি একটি সাক্ষাৎকারে এটি সম্পর্কে খোলাখুলি আলোচনা করেন এবং তিনি বলেন, যে মানুষ তাকে অনেক কিছু বলেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই ভূমিকায় নিজেকে নিযুক্ত করেন। বিদ্যা বলেন, পরিচালক মিলন লুথরিয়া তার কাছে এলে তিনি সঙ্গে সঙ্গে সম্মতি দেন। তিনি এ-ও বলেন যে, এটি তার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত।

গালাট্টা ইন্ডিয়ার সঙ্গে একটি চ্যাট চলাকালীন বিদ্যা বলেন, 'আমার মনে আছে কিছু মানুষ বলেছিল, আপনার ইমেজই আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত। কিছু মানুষ বলেন, আপনার ইমেজ খুব আলাদা। কিন্তু আমি এখনই আমার ক্যারিয়ার শুরু করেছি, আমি এই পর্যায়ে সীমাবদ্ধ থাকতে চাই না। অভিনেত্রীকে এভাবে ছবিটির সিকু্যয়ালে অভিনয় করার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন, 'আমি এটির জন্য প্রস্তুত। আমি এটির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমি অনুভব করি যে, হঁ্যা, এটি দুর্দান্ত হবে। আপনি জানেন যে আমি একটি সরস চরিত্রে অভিনয় করেছি অনেক সময় হয়ে গিয়েছে।' 'দ্য ডার্টি পিকচার' সিল্ক স্মিতার জীবন অবলম্বনে তৈরি হয়েছিল এবং বিদ্যা বালান এই চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে আলাদা স্থান দখল করেন।

আবার সম্প্রতি 'ভুলভুলাইয়া ৩' এর প্রচারে এসে বিদ্যা ফাঁস করেন সেই অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুতেই এক প্রযোজক তার সঙ্গে যা করেছিলেন, তা কোনোদিন ভুলবেন না তিনি। সেবার একটি তামিল ছবির শুটিং করছিলেন বিদ্যা। নায়ক ছিলেন মোহনলাল। কিন্তু দুদিন হতে না হতেই আচমকা সরিয়ে দেওয়া হয় বিদ্যাকে। হতভম্ব অভিনেত্রী নিজের বাবা-মাকে সঙ্গে নিয়ে পৌঁছান ছবির প্রযোজকের চেন্নাইয়ের অফিসে।

কী বলেছিলেন প্রযোজক? হঠাৎ কেন ছবি থেকে সরিয়ে দেওয়া হলো তাকে? কারণ জানতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল বিদ্যার সেটারই স্মৃতিচারণা করে অভিনেত্রী বলেন, তার দুদিনের শুটিংয়ের কিছু অংশ দেখিয়ে চরম তাচ্ছিল্যভরে প্রযোজক তার বাবা-মাকে বলেছিলেন, কোন দিক থেকে ওকে নায়িকার মতো লাগে! না জানে অভিনয়, না নাচ! কোনো উত্তর দিতে পারেননি বিদ্যা। শুধু মনে মনে বলেছিলেন, মাত্র দুদিন তো শুটিং হয়েছে। নাচ-অভিনয় দেখানোর সুযোগটা তিনি পেলেন কই!

ওই ঘটনাটা মন থেকে ঝেড়ে ফেলতে প্রচুর বেগ পেতে হয়েছিল বিদ্যাকে। অভিনেত্রী জানান, ওই প্রযোজকের তাচ্ছিল্য, অপমান তার আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছিল। নিজেকে কুৎসিত মনে হতো তার। এতটাই যে ৬ মাস নিজেকে আয়নায় পর্যন্ত দেখেননি বিদ্যা।

তবে অভিনেত্রী বলেন, ওই ঘটনায় একটা উপকারও হয়েছিল তার। ক্যারিয়ারের শুরুতে হওয়ায় দয়ালু হতে শিখেছিলেন তিনি। বিদ্যার মতে, কথায় অনেক জোর থাকে। শুধু কথার মাধ্যমে একটা মানুষকে দুমড়ে-মুচড়ে ফেলা যায়। তাই কথা বলার সময় শব্দ বাছাই করে বলা উচিত বলে মনে করেন বিদ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে