শুভ জন্মদিন
বলিউড বাদশা শাহরুখ খান
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
বলিউডের কিং খান শাহরুখের বয়স যে ষাট ছুঁইছুঁই, দেখে তা বোঝা যেন কঠিন এক বিষয়। যে শাহরুখ এখনো একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশি নারীর হৃদয়ে, সেই শাহরুখই পা দিলেন এবার ঊনষাটে। আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর সে উপলক্ষে এবার বড় এক পার্টির আয়োজন করেছেন মুম্বাইয়ের নিজের বাসা মান্নাতে। জমজমাট আয়োজনে পালিত হবে এবারের জন্মদিন। সেখানে অতিথির তালিকাও বেশ লম্বা। থাকছে নাচ, গান আর বিশেষ ডিনারের ব্যবস্থা। শাহরুখের এই পার্টিতে অতিথি হয়ে আসছেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারা। শুধু দেশের নয়, বিদেশ থেকেও উড়ে আসবেন বেশ কিছু তারকা। এমনকি দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকবেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে। শাহরুখের এই ঊনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী। এই পার্টির সব কিছু পস্ন্যানিং করছেন গৌরী নিজেই। পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।
১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিলিস্নতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ব্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা। দিলিস্নর হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
১৯৮৮ সালে 'ফৌজি' নামের টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমনু্য রাই চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন শাহরুখ। ওই সিরিয়ালে অভিনয় করার সময় তিনি বলিউডের 'ড্রিম গার্ল'-খ্যাত নায়িকা হেমা মালিনীর নজরে পড়েন। ১৯৯২ সালে হেমার হাত ধরেই 'দিল আশনা হ্যায়' ছবিতে প্রথম অভিনয় করেন শাহরুখ। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'দিওয়ানা'। এটিকেই শাহরুখের অভিষেক ছবি হিসেবে ধরা হয়। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অর্জন করেন 'ফিল্ম ফেয়ার পুরস্কার'। সেই থেকে পথচলা চলছেই। কত ছবি ও কত চরিত্রে অভিনয় করেছেন, এখনো করছেন। মাতাচ্ছেন মঞ্চও।
অভিনয়জগতে তাই তিনি অভিধা পান 'বলিউড বাদশাহ', 'কিং খান', 'কিং অব রোমান্স' নামে। অসংখ্য সুপারহিট ও ব্যবসাসফল ছবি তার অভিনয় ক্যারিয়ারকে উজ্জ্বল করে রেখেছে। 'দিওয়ানা', 'বাজিগর', 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'ডর', 'জোশ', 'দিল তো পাগল হ্যায়', 'কুছ কুছ হোতা হ্যায়', 'করণ অর্জুন', 'পরদেশ', 'দেবদাস', 'কাভি খুশি কাভি গাম', 'চাক দে ইন্ডিয়া', 'চলতে চলতে', 'ডন', 'ওম শান্তি ওম, 'মে হু না', 'বির জারা', 'রব নে বানা দে জোড়ি', 'দিলওয়ালে', 'হ্যাপি নিউ ইয়ার, 'চেন্নাই এক্সপ্রেস' ছবিগুলো হাসি-আনন্দ-বেদনায় দোল দিয়েছে দর্শক হৃদয়ে।
শুধু অভিনয় নয়, অর্জনেও কিং খান ছাড়িয়ে গেছেন বলিউডের চলচ্চিত্র ইতিহাসের সব বড় বড় অভিনেতাকে। রেকর্ড চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখকে 'পদ্মশ্রী' পুরস্কারে ভূষিত করে। এ ছাড়া শ্রেষ্ঠ ভারতীয় নাগরিক, রাজীব গান্ধী পুরস্কার, আওয়াদে আহমেদ ফারাহ পুরস্কারসহ অর্জন করেছেন প্রায় অর্ধশত পুরস্কার।
২০০৮ সালে নিউজউইক শাহরুখকে বিশ্বের ৫০ ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড, বলিউড তারকার তালিকায় পেয়েছেন দ্বিতীয় স্থান। এ ক্ষেত্রে তিনি হলিউড তারকা ব্র্যাড পিট, টম ক্রুজ, জনি ডেপদের পেছনে ফেলেছেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়।
উপস্থাপক হিসেবেও শাহরুখের খ্যাতি বিশ্বজোড়া। জনপ্রিয় ব্রিটিশ গেম শো 'হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার'-এর হিন্দি সংস্করণ 'কৌন বনেগা ক্রোড়পতি'তে তিনি সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এ ক্ষেত্রে তিনি সাবেক উপস্থাপক অমিতাভ বচ্চনের কাছ থেকে দায়িত্ব নেন। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত উপস্থাপন করেন অনুষ্ঠানটি। ভারতের টেলিভিশনের ইতিহাসে এটি অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান।
ব্যাক্তিগত জীবনে গৌরী খানকে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ। লোকে বলে, প্রেমের বিয়ে নাকি টেকে না। কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে সুখে-শান্তিতে সংসার করছেন বলিউডের আলোচিত এ তারকা দম্পতি। শাহরুখ-গৌরী জুটির প্রথম সন্তান আরিয়ান খান। তাদের একমাত্র মেয়ে সুহানা খান। আর সবার ছোট আব্রাম খান নাকি বলিউড বাদশার জানের জান।