ভক্তসংখ্যায় সেরাদের তালিকায় মেহজাবীন
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে এক দশকের বেশি সময় ধরে নিজের উপস্থিতি জানান দিয়ে পা রেখেছেন বড় পর্দায়। মাকসুদ হোসেনের 'সাবা' সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহলেও পৌঁছে যায় 'সাবা', এতে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন মেহজাবীন।
কানাডার টরন্টো ও কোরিয়ার বুসানে 'সাবা' নিয়ে মেহজাবীনের আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ নিঃসন্দেহে অভিনেত্রীর বড় প্রাপ্তি। সম্প্রতি বুসান সফর শেষ করে দেশে ফিরেছেন মেহজাবীন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই আন্তর্জাতিক সফরের অভিজ্ঞতা জানান অভিনেত্রী।
মেহজাবীন জানান, একে তো আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়া, সঙ্গে এত বড় বড় তারকা; তাদের ছবি দেখা। সেখানে একমাত্র বাংলাদেশি ছবি নিয়ে দেশের প্রতিনিধিত্ব করাটা অনেক ভালো লাগার বিষয় ছিল তার কাছে। 'সাবা' নিয়ে আনন্দের রেশ থাকতেই আরও এক সাফল্যের মুকুট উঠল মেহজাবীনের মাথায়। জানতে পারলেন, বিশ্বসেরা তারকাদের তালিকায় উঠে এসেছে মেহজাবীনের নাম। তার এই কৃতিত্বের নেপথ্যে সম্পূর্ণ ভক্তরা রয়েছেন বলে মনে করেন মেহজাবীন। ফেসবুকে সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় সেরা ২৫-এর মাঝে ২৪তম স্থানে অবস্থান করছেন মেহজাবীন। তার তালিকায় আশপাশে রয়েছে হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। এ আনন্দের খবর ফেসবুক থেকেই পেয়েছেন মেহজাবীন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, 'এটা অনেক বড় পাওয়া। এ রকম যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে যখন নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে।'
ভক্তদের উদ্দেশে মেহজাবীন বলেন, 'তাদের উদ্দেশে বলা খুব কঠিন। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এতদূর আসা।'
এবার সেই মেহজাবীনের ভক্তদের এক দাবি, আর সেটি না মানলে আন্দোলনে যাবেন তারা। ভক্তদের দাবি- তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়। এমন দাবিতেই মুখর মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবের মন্তব্যের ঘর। সেখানে এও বলা হচ্ছে- দাবি না মানলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন।
মেহজাবীনের দৃষ্টি আকর্ষণ করে তনাইয়া তাছনিম নামে এক ভক্ত লিখেছেন, 'মেহজাবীনকে রোমান্টিক নাটকে দেখতে চাই। দরকার হলে শাহবাগে গিয়ে ভক্তরা আন্দোলন করবে।'
আন্দোলনের কথা উলেস্নখ করে শারমিন আক্তার মুক্তা লিখেছেন, 'আপু এখন আমাদের দাবি একটাই এক দফা এক দাবি- তোমাকে রোমান্টিক নাটক করতে হবে! গ্রম্নপের সবাই মিলে শাহবাগে যেয়ে কি আন্দোলন করব?'
অভিনেত্রীর বাড়ির সামনে অনশন করবেন জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, 'ভক্তদের আবদার মেনে নিন। না হলে আপনার বাড়ির সামনে অনশন করব।' ভক্তকুলের এসব দাবি নজরে এসেছে মেহজাবীনের। দেখে কিছুটা অবাকও হয়েছেন তিনি। ভক্তের সেই পোস্টে অভিনেত্রী মন্তব্যও করেছেন। লিখেছেন, 'ওহ গড, কী হচ্ছে!'
এদিকে মেহজাবীন অভিনীত নাটক 'কাজল' অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে। বিশ্ব শাসন করা গেস্নাবাল ওটিটি পস্ন্যাটফর্ম অ্যামাজন প্রাইম। এতে বাংলাদেশের কোনো কনটেন্ট ওঠা মানে বিশেষ কিছু। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন অমিতাভ রেজার 'রিকশা গার্ল', রুবাইয়াত হোসেনের 'মেড ইন বাংলাদেশ', শাকিব খানের 'নবাব', খিজির হায়াত খানের 'ওরা ৭ জন', রুবেল হাসানের 'মনে প্রাণে' প্রভৃতি।
সেই ধারাবাহিকতায় এবার উঠল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত 'কাজল'। এতে আরও একটি দরকারি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প।
নির্মাতা রাজ মনে করেন, 'দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।' 'কাজল' নাটকের মূল প্রাণ 'মামণি' নামের একটি গান। এটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পলস্নবী রায় ও পায়েল ত্রিপুরা।
বলা দরকার, অ্যামাজন প্রাইম প্রায়ই বিশ্বের নানান দেশের পুরনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে মুক্তি পেল 'কাজল'। ২০২২ সালের ১৩ ফেব্রম্নয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় 'কাজল'।