শুভ জন্মদিন চিত্রনায়িকা শাবনাজ
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
নব্বই দশকের প্রথম ঝড় বলা যায় চিত্রনায়িকা শাবনাজকে। একই ধরনের গৎবাঁধা কাহিনী আর একই মুখ বারবার দেখতে দেখতে যখন দর্শক ক্লান্ত, ঠিক তখনই এলো স্নিগ্ধ-সুন্দর কিশোরী মুখ। তার নাম শাবনাজ। আজ ২৯ অক্টোবর এই অভিনেত্রীর জন্মদিন। শাবানা, ববিতা, রোজিনা, সুনেত্রা, দিতি, সুচরিতা, চম্পাদের মতো নামিদামি তারকাদের ভিড়ে তারুণ্যের এক ভিন্ন ধারা এনে দিয়েছিলেন গুণী এই অভিনেত্রী। চিত্রনায়িকা শাবনাজ দর্শকদের কাছে 'শাবনাজ' নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। শাবনাজের বাবা নাট্যশিল্পী স ম হুমায়ূন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন গুণী পরিচালক আজিজুর রহমান। তার মাধ্যমেই পরিচালক এহতেশামের হাত ধরে রূপালি পর্দায় পা বাড়ান শাবনাজ।'চাঁদনী' সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। খ্যাতিমান নির্মাতা এহতেশামের এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করে নেন ডাগর ডাগর চোখ আর নজরকাড়া হাসির মিষ্টি মেয়েটি। এই সিনেমায় শাবনাজের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন চিত্রনায়ক নাঈম। পর্দার এই জুটি একটা সময় ভালোবেসে বাস্তবেও ঘর বাঁধেন। রূপালি পর্দায় এ জুটি যখন জনপ্রিয়তার শিখরে ঠিক তখনই ১৯৯৪ সালে নায়ক নাইমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাবনাজ। রূপালি পর্দায় ঝড় তোলা সফল সে জুটি সুখী দম্পতির জলন্ত উদাহরণ। সংসার জীবনে তাদের রয়েছে দুই কন্যা সন্তান নামিরা নাঈম ও মাহদিয়া নাঈম।
এ জুটি অভিনীত উলেস্নখযোগ্য কিছু চলচ্চিত্রগুলো হলো 'জিদ', 'লাভ', 'চোখে চোখে', 'অনুতপ্ত', 'বিষের বাঁশি','সোনিয়া', 'টাকার অহংকার', 'সাক্ষাৎ' ও 'ঘরে ঘরে যুদ্ধ' ইত্যাদি। শাবনাজ নাঈম জুটির ব্যবসা সফল সিনেমার পাশাপাশি তাদের চলচ্চিত্রের বেশিরভাগ গানই পেয়েছে দর্শকপ্রিয়তা। তাদের অভিনীত 'কাল কেন আসনি' গানটি এখনও দর্শকদের মাঝ থেকে জনপ্রিয়তা হারায়নি এতটুকু। ২০০১ সালে আজিজুর রহমান পরিচালিত 'ঘরে ঘরে যুদ্ধ' ছবিতে এই তারকা দম্পতিকে অভিনয় করতে দেখা যায়। তারপর থেকে রূপালি পর্দায় আর দেখা যায়নি তাদের।
এরপর দীর্ঘ ৬ বছর পর ২০০৭ সালে ওই একই পরিচালকের পরিচালনায় 'ডাক্তার বাড়ী' চলচ্চিত্রে ধরা দিয়েছিলেন তিনি। সবশেষ আফজাল হোসেনের বিপরীতে একটি প্যাকেজ নাটকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই গুণী শিল্পীকে।