শুভ জন্মদিন আজমেরী হক বাঁধন

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
আজমেরী হক বাঁধন

বয়স আর নামে আটকে নেই বাঁধন। বয়স যাই হোক বা যে নামেই মানুষ তাকে চিনুক, বাঁধন চান ভালো কাজ করতে। নিজেকে ভেঙে হরেক রকমের চরিত্রে অভিনয় করতে। পুরো নাম আজমেরী হক বাঁধন। সবার কাছে তিনি বাঁধন নামেই পরিচিত। রেহানা মরিয়ম নূর সিনেমা মুক্তির পর 'রেহানা' খ্যাত হয়েছেন। আজ এ অভিনেত্রীর জন্মদিন। উইকিপিডিয়ার তথ্যমতে, ১৯৮৩ সালে ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বাঁধনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা বিষয়ে বিডিএস পাস করেন এবং ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার রানারআপ হন। এর পর থেকেই তিনি অভিনয়জগতে কাজ শুরু করেন। নাটকেই তাকে বেশি দেখা গেছে। ক্যারিয়ারজুড়ে তার অনেক চড়াই-উতরাই। কাজ করতে করতে নিজের অজান্তেই ম্স্নান হয়ে গেছেন। কিন্তু হতাশ হননি। বারবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সেই ফিরে আসার গল্পে ২০২১ সালটি ছিল বাঁধনের সাফল্যের বছর। তার অভিনীত 'রেহানা মরিয়ম নূর' গেল বছর কানের অফিশিয়াল সিলেকশনের পর বেশ আলোচনায় আসেন তিনি। আন্তর্জাতিক মিডিয়াতেও বাঁধনকে নিয়ে দিস্তার পর দিস্তা প্রশংসা বাক্য লেখা হয়েছে। সিনেমাটি ৯৪তম অস্কারেও দেশের প্রতিনিধিত্ব করেছে। দেশের সীমানা পেরিয়ে টালিউড-বলিউডে কাজ করেছেন এ অভিনেত্রী। আমাদের দেশে নারীকেন্দ্রিক গল্পের কনটেন্ট নির্মাণে বিমুখতা রয়েছে। এই সমস্যার সমাধান কাজের মাধ্যমেই করতে চান বাঁধন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশে ফিমেল লিডের কাজ চলে না, এই কথাটা আসলে শুনতে চাই না। কারণ এই কথাটা আমি যখন শুনেছি তখন প্রচন্ড হার্ট হয়েছি। তবে আমি বিশ্বাস করি এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারব। দর্শককেও নতুন কিছু দিতে পারব।' বাঁধন সিঙ্গেল মাদার। সায়রা নামে তার ১০ বছর বয়সের কন্যাসন্তান রয়েছে। মেয়ে ও ক্যারিয়ারের নানা ব্যস্ততা নিয়েই কেটে যায় তার দিনকাল।