শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ক্যারিয়ারের দুই দশকে স্বস্তিকা

বিনোদন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্যারিয়ারের দুই দশকে স্বস্তিকা

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে বছরজুড়েই শোরগোল পড়ে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক দিন পরপরই নতুন নতুন ইসু্য নিয়ে মুখ খোলেন তিনি। সোজাসাপটা কথা বলার জন্য অনেকেই তাকে 'ঠোঁটকাটা' বলেও মন্তব্য করেন। বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট করা নিজের বক্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েন স্বস্তিকা। সেগুলো নিয়েও ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। আলোচিত এই অভিনেত্রীর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ হলো। টালিউড ইন্ডাস্ট্রিতে শুরুটা আগেই হয়েছিল তার। তবে নায়িকা স্বস্তিকা মুখার্জির সফর শুরু 'মাস্তান' সিনেমায়। ২০০৪ সালের ২২ অক্টোবর সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। তার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক জিৎ। বর্তমানে কেবল শুধু নায়িকাই নন, স্বস্তিকা টালিউড-বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রীও বটে। বর্তমানে দাঁড়িয়েই ফিরে দেখলেন নিজের অতীত।

অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা। তবে নিজের অভিনয় প্রতিভার জোরেই ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি পেয়েছেন। নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। বলিষ্ঠ অভিনয়ে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন। 'মস্তান' সিনেমাটি তৈরি হয়েছিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। পরিচালক ছিলেন রবি কিনাগি। ছবিতে মমতা নামের চরিত্রে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। সেই ছবির পাশাপাশি নিজের সাম্প্রতিক সময়ের ওয়েব সিরিজ 'বিজয়া'র পোস্টার শেয়ার করেছেন স্বস্তিকা।

নিজের এই পোস্টের ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, 'নায়িকা হিসেবে আমার প্রথম ছবি মস্তান। ২০০৪ সালের ২৪ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এটি একটি দ্বিভাষিক ছবি, বাংলায় 'মস্তান' ও ওড়িয়া ভাষায় 'সুনা সাংখালি' নাম ছিল। 'মস্তান' থেকে 'বিজয়া' পর্যন্ত অনেকটা পথ পেরিয়ে এলাম।' নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন স্বস্তিকা। আর জি কর কান্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন তিনি। টলিউডে মহিলাদের সুরক্ষা নিয়েও বারবার সরব হয়েছেন। ২০২৪ সালে অভিনেত্রীকে দেখা গেছে 'বিজয়ার পরে', 'দুর্গাপুর জংশন', 'লাভ সেক্স অউর ধোঁকা-২' এবং দেব প্রযোজিত 'টেক্কা' ছবিতে। চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবসা করে বাংলা সিনেমার তালিকায় ওপরের সারিতেই রয়েছে টেক্কা। ইরার চরিত্রে স্বস্তিকার অভিনয়ও প্রশংসিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এবারই সম্পূর্ণ ভিন্নধারার একটি চরিত্র নিয়ে হাজির হচ্ছেন স্বস্তিকা। বিক্রম পর্দায় খুবই রগচটা। স্বস্তিকা ততোধিক ঠান্ডা মাথার মানুষ। একসঙ্গে কাজ করতে গিয়ে রসায়ন তৈরি হবে? পরিচালকের মতে, দর্শক তেমনই আশা করছেন। ওটুকু রহস্যই থাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে