এবার নীহার নতুন নায়ক

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নাহার নীহা। একেবারেই নতুন হিসেবে অল্প সময়ের মধ্যেই নিজেকে ব্যস্ত করে তুলেছেন তিনি। ২০২৩ সালে পবিত্র ঈদুল ফিতরে নাটক দিয়ে নীহার অভিষেক। প্রায় দেড় বছরে মাত্র ১০টি নাটকে কাজ করেছেন। তরুণ টিভি অভিনেত্রীদের মধ্যে বেশ উজ্জ্বল সময় পার করছেন নাজনীন নীহা। এর মধ্যে তৈরি করতে পেরেছেন ভক্তসমাজ। যারা নীহার নাটকের জন্য নিয়মিত অপেক্ষা করেন। বছরজুড়েই দেখা মেলে তার অভিনীত নাটকের। সম্প্রতি লাজুক অভিব্যক্তির এ অভিনেত্রী আলোচনায় এসেছেন ছাত্ররাজনীতি নিয়ে নির্মিত একটি নাটকে অভিনয় করেও। ভক্তদের জন্য সুখবর হলো দেশের আরেক জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটকে অভিনয় করেছেন নীহা। এটির নাম 'যুগল'। এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক রেহান। নাটকটির শুটিং সম্পাদনা শেষে এখন রয়েছে সম্প্রচারের অপেক্ষায়। নির্মাতা জানান, ৩০ অক্টোবর রাত সাড়ে ১০টায় 'যুগল' প্রথমে সম্প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। তারপর উঠবে ইউটিউব চ্যানেলে। 'যুগল'-এর গল্প প্রসঙ্গে কিছুটা আগাম আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। যাতে দেখা যাবে, আহনাফ অনেকদিন ধরে ফেসবুকে একটা মেয়েকে ফলো করে। মেয়েটির পোস্ট, ভিডিও তার ভালো লাগে। কিন্তু কখনো কোনো রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। নাম তন্নী। হঠাৎ একদিন তন্নীকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব। মাস তিনেক পর আহনাফের এক ফটোগ্রাফার বন্ধু তাকে জানায় একটা ফটোশুট আছে, আহনাফ মডেল হবে কি না। ছাত্রজীবনে আহনাফের মডেল হওয়ার শখ ছিল। তাই অফারটা পেয়েই রাজি হয়ে যায়। ফটোশুটের জন্য প্রস্তুত হয়ে স্টুডিওতে যায় আহনাফ। রেডি হয়ে বসে থাকে কিন্তু শুট শুরু হয় না। পরে জানা যায়, নতুন মডেল হওয়ায় আহনাফের সঙ্গে শুট করতে রাজি না জনপ্রিয় মডেল দীপিকা! এভাবে চলতে থাকে 'যুগল'-এর গল্প। এতে আহনাফ চরিত্রে অভিনয় করেছেন রেহান। তন্নী চরিত্রে নাজনীন নীহা। বলা দরকার, নীহার নায়ক ফররুখ আহমেদ রেহানকে প্রথমবার কোনো নাটকে দেখা যাবে। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ 'আরারাত'-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। নিজের প্রথম নাটক নিয়ে রেহান বলেন, 'আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা আমার এ নাটক ঘিরে।' ২০১৯ সালে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজের শুরু রেহানের। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। মিনারের 'রঙ্গিন' গানের ভিডিওতে মডেল হয়েছেন। এরপর ওটিটি হয়ে এবার নাটকে সূচনা করতে যাচ্ছেন তিনি। এর আগে সাড়া জাগানো রাজনীতি নিয়ে নাটকটি ছিল 'অবুঝ পাখি'। সেই নাটকটিতে নাজনীন নীহা নাম-ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন রুবেল হাসান। একটি ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছেন। সেই নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'নাটকটির সাফল্য দেখে আমি নিজেও বিস্মিত হয়ে পড়ি। এখন পর্যন্ত নাটকটি ৭৫ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। বর্তমানে নানা অস্থিরতা-সংকট নিয়ে মানুষ এখন মানসিকভাবে একটু বিক্ষিপ্ত। রাজনৈতিক কারণে দেশে এখন একটা অচলাবস্থা চলছে। এই পরিস্থিতে নাটক-সিনেমা কোনো কিছুই ভালো যাওয়ার কথা নয়। এমন সময়েও নাটকটি এত সাফল্য পাওয়াটা তো বিস্ময়কর, এমন হবে এটা আমি কখনো ভাবিনি। কথা ছিল নাটকটি আরও আগে মুক্তি পাবে। কিন্তু মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে দেশের অনেকাংশজুড়ে বন্যা, এসব পরিস্থিতি বিবেচনা করে প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে প্রকাশের পর এতে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পাচ্ছি। আমি সত্যিই মুগ্ধ।' নাজনীন নীহার অন্যান্য সম্প্রচারিত নাটকের মধ্যে রয়েছে মিফতাহ আনানের 'একবার বলো ভালোবাসি', প্রবীর রায় চৌধুরীর 'লাভ লাইন' প্রভৃতি।