শুভ জন্মদিন

হানিফ সংকেত ও মাহফুজ আহমেদ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
আজ ২৩ অক্টোবর শোবিজ অঙ্গনের জন্য এক বিশেষ দিন। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় উপস্থাপক, লেখক, নির্মাতা, অভিনেতা হানিফ সংকেত ও অভিনেতা মাহফুজ আহমেদ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী টেলিভিশন অনুষ্ঠান 'ইত্যাদি'। বছরের পর বছর ধরে দর্শকদের মনে জায়গা দখল করে আছেন অনুষ্ঠানের প্রাণভোমরা হানিফ সংকেত। তার ক্যারিশমেটিক উপস্থাপনাতেই অনুষ্ঠানটি এত জনপ্রিয় ও দর্শকনন্দিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিনোদনের পাশাপাশি সচেতনতা, সামাজিক শিক্ষার বিস্তার যেমন প্রসারিত করেছেন, তেমনি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। শুধু ইত্যাদি দিয়েই নয়, নাটক-টেলিফিল্ম নির্মাণ করে এবং বই লিখেও দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন তিনি। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর 'যদি কিছু মনে না করেন' ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতিভা বিকশিত হয়। এরপর নিজের যোগ্যতাবলে তিনি দেশের টিভিজগতে অসামান্য খ্যাতি অর্জন করেন। ১৯৮৯ সালে হানিফ সংকেত নিজের পরিকল্পনা ও সঞ্চালনায় শুরু করেন 'ইত্যাদি'। ম্যাগাজিন এই অনুষ্ঠান তখন তিন মাস পর পর প্রচার হতো। এতে স্যাটায়ারের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন হানিফ সংকেত। হানিফ সংকেতের ইত্যাদির মাধ্যমে অনেক অভিনেতা, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জনপ্রিয়তা পেয়েছেন। এই তালিকায় আছেন- আব্দুল কাদের, আফজাল শরীফ, অমল বোস, শিল্পী নকুলকুমার, শিল্পী আকবর প্রমুখ। এছাড়া বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ সর্বপ্রথম ইত্যাদিতেই মডেল হিসেবে কাজ করেছিলেন। ইত্যাদি ছাড়াও হানিফ সংকেতের কর্মক্ষেত্র বিশাল। তিনি বহু নাটক রচনা ও নির্মাণ করেছেন। এর মধ্যে- 'আয় ফিরে তোর প্রাণের বারান্দায়', 'দুর্ঘটনা', 'তোষামোদে খোশ আমোদে', 'বিপরীতে হিত', 'অন্তে বসন্ত', 'ফিরে আসে ফিরে আসা', 'শেষে এসে অবশেষে', 'তথাবৃত যথাকার', 'পুত্রদায়', 'কিংকর্তব্য', 'কুসুম কুসুম ভালোবাসা', 'ভূত অদ্ভুত', 'শূন্যস্থান পূর্ণ' উলেস্নখযোগ্য। অভিনয়েও সিদ্ধহস্ত হানিফ সংকেত। তিনি তিনটি সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হচ্ছে- 'আগমন', 'চাঁপা ডাঙ্গার বউ' ও 'ঢাকা ৮৬'। এছাড়া তিনি 'কুসুম' নামে একটি নাটকেও অভিনয় করেছেন। লেখক হিসেবে হানিফ সংকেতের পরিচিতি মোটাদাগে উলেস্নখযোগ্য। তিনি ১৯৯৫ সাল থেকে বই প্রকাশ করে আসছেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে আছে- 'শ্রদ্ধেয় রাজধানী', 'নিয়মিত অনিয়মিত', 'কষ্ট', 'চৌচাপটে', 'এপিঠ ওপিঠ', 'ধন্যবাদ', 'অকান্ড কান্ড', 'খবরে প্রকাশ', 'ফুলের মতো পবিত্র... ', 'প্রতি ও ইতি', 'আটখানার পাটখানা', 'বিনীত নিবেদন', 'হামানদিস্তা', 'রঙ্গ বিরঙ্গ' ও 'গণ্য মান্য সামান্য' ইত্যাদি। সামাজিক কার্যক্রমের জন্য হানিফ সংকেত ২০১০ সালে সম্মানজনক রাষ্ট্রীয় মর্যাদা একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৪ সালে তিনি জাতীয় পরিবেশ পদক লাভ করেন। অন্যদিকে দেশের অভিনয়জগতের এক গুণী শিল্পী মাহফুজ আহমেদ। পড়াশোনা করেছেন সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতা দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর অভিনয়ে থিতু হন তিনি এবং নিজেকে এক উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর নির্মাতা হিসেবেও সমানভাবে সাফল্য অর্জন করেন। তার জন্ম ও বেড়ে ওঠা লক্ষ্ণীপুর জেলার রামগঞ্জ থানার জগতপুর গ্রামে। আশির দশকে মাহফুজ আহমেদ সাংবাদিকতা করতেন। 'পূর্ণিমা' পত্রিকায় বিনোদন সাংবাদিক হিসেবে তিনি কাজ করেছেন। ১৯৮৯ সালে বিটিভির ধারাবাহিক নাটক 'কোন কাননের ফুল' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। তবে মাহফুজ আহমেদ জনপ্রিয়তা লাভ করেন নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের কয়েকটি নাটকে অভিনয় করে। এছাড়া চয়নিকা চৌধুরীর বহু নাটকে দেখা গেছে তাকে। মাহফুজ আহমেদ অভিনীত নাটকের সংখ্যা শতাধিক। এর মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে- 'কোথাও কেউ নেই', 'একান্নবর্তী', 'দেবদাস চোখের বালি', 'নুরুল হুদা নুরু', 'চৈতা পাগল', 'আমার বউ দারগা', 'নীল গ্রহ', 'ভালোবাসি তোমাকেই', 'কূহক', 'দুজনে', 'মিস্টার মিস্কল', 'বাহাদুর ডাক্তার', 'বিবর্ণ গোধূলি', 'সবাই তোমায় ছাড়ে ছাড়ুক', 'রুপা', 'হারানো আকাশ', 'অতঃপর নুরুল হুদা' ইত্যাদি। সিনেমার পর্দায়ও উজ্জ্বল মাহফুজ আহমেদ। তার নিপুণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন বড় পর্দার দর্শকেরা। মাহফুজ আহমেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে 'দুই দুয়ারী', 'চার সতিনের ঘর', 'শ্রাবণ মেঘের দিন', 'জয়যাত্রা', 'মেঘের পরে মেঘ', 'লাল সবুজ', 'কপাল' ও 'জিরো ডিগ্রি'। মাহফুজ আহমেদ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। 'লাল সবুজ' ও 'জিরো ডিগ্রি' সিনেমা দুটির জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া চারবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। ব্যক্তিগত জীবনে ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহফুজ আহমেদ। তার স্ত্রীর নাম ইশরাত জাহান কাদের। ২০১২ সালে তাদের একমাত্র সন্তান মওরীন আরাধ্য জন্মগ্রহণ করে।