'কী ছিলে আমার' গানের জনপ্রিয় শিল্পী
মনি কিশোরের মরদেহ উদ্ধার
প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর রামপুরার বাসা থেকে গত শনিবার পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। চার থেকে পাঁচ দিন আগে তার মৃতু্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে জানান, শিল্পী মনি কিশোর বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে তিনি ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃতু্য হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। জানা গেছে, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বেশ কদিন ওই বাসা থেকে কোনো সাড়া শব্দ পাননি প্রতিবেশীরা। এক সময় দুর্গন্ধ পেয়ে তারা জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ এসে দরজা-ভেঙে শিল্পীর মরদেহ উদ্ধার করে।
মনি কিশোর গেয়েছেন প্রায় পাঁচ শতাধিক গান। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। কিন্তু এই মাধ্যমগুলোতে খুব কমই গান গেয়েছেন তিনি। মূলত নব্বইয়ের দশকের রমরমা অডিও বাজারের গুরুত্বপূর্ণ শিল্পী ছিলেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে 'সেই দুটি চোখ কোথায় তোমার', 'তুমি শুধু আমারই জন্য', 'মুখে বলো ভালোবাসি', 'আমি মরে গেলে জানি তুমি' উলেস্নখযোগ্য।
মাঝে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন মনি কিশোর। চলতি বছরে এক সাক্ষাৎকারে জানান, আবারও গান করছেন তিনি। তার ভাষ্য ছিল এমন, পুরানো গানগুলো ইউটিউবে দিচ্ছি। এছাড়া আলাদা করে দেড়শ' গান তৈরি করেছি। গানগুলো আমার জীবদ্দশায় প্রকাশ করতে চাই না। কিছু গান মৃতু্যর পরও প্রকাশ পাবে। জীবদ্দশায় মনি কিশোর তার এই গানগুলো প্রকাশের আগেই চলে গেলেন অনন্ত যাত্রায়। এই শিল্পী যেমনটি চেয়েছিলেন হয়তো বা সেই ইচ্ছা পূরণ করবে তার পরিবার। তার তৈরি হওয়া গানগুলো হয়তো বা সামনে প্রকাশ হবে।
এদিকে এই কণ্ঠশিল্পী তার জনপ্রিয় গান 'কী ছিলে আমার' নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। গানটি নিয়ে তিনি বলেছিলেন, নতুন প্রজন্মের শ্রোতারা গানটি চেনেন। গেয়ে থাকেন। কিন্তু গানের গায়ক কে তারা চেনেন না। গানটির সুরকার, গীতিকার কে তা জানেন না। এই রকম জায়গা থেকে চিন্তা করলাম এ প্রজন্মের কাছেও গানটি পরিচিত হোক। তাদের মাঝে এটি ছড়িয়ে দেওয়া দরকার। এমন ভাবনা থেকেই গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি। সেই ইচ্ছাও আর পূরণ হলো না নব্বইয়ের দশকের শ্রোতাপ্রিয় এই শিল্পীর।
মনি কিশোরের আসল নাম মনি মন্ডল। বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে তিনি 'কিশোর' জুড়ে নিয়েছিলেন। অডিও বাজারের জনপ্রিয় শিল্পী হলেও সিনেমায় তিনি খুব কম গান গেয়েছেন। মনি কিশোরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান 'কী ছিলে আমার/ বলো না তুমি'। তার লেখা ও সুর করা এই গানটি 'কে অপরাধী' সিনেমায় ব্যবহার করা হয়েছিল। তিনি ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন।