হাসিবকে নিয়ে অ্যাপিরাস ভ্রাতৃদ্বয়

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
অ্যাপিরাস ভ্রাতৃদ্বয় সাম্প্রতিক সময়ে বেশ নিয়মিত গান প্রকাশ হয়েছে। এরমধ্যে অ্যাপিরাসের পরপর দুটি গান প্রকাশ হয়েছে নিলয়ের কণ্ঠে। এবার তারা হাজির হলেন মুত্তাকী হাসিবকে নিয়ে। 'হতে চাই' নামের গানটির অডিও-ভিডিও এখন চলছে বিশ্বের প্রায় সব উলেস্নখযোগ্য সঙ্গীত স্ট্রিমিং পস্ন্যাটফর্মে। এই গানে মুত্তাকী হাসিবের হৃদয়ছোঁয়া কণ্ঠস্বর আর অ্যাপিরাসের অভিনব সুর ও সঙ্গীত ফিউশনে অনন্য মাত্রা পেয়েছে। গানটি প্রসঙ্গে মুত্তাকী হাসিব তার অভিজ্ঞতা শেয়ার করেন এভাবে, 'গানটা নিয়ে অ্যাপিরাসের সঙ্গে কাজ করা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতার বিষয় ছিল। এই ধরনের ঘরানাতে আমার আগে কখনো কাজ করা হয়নি। এরকম একটা নিউ জেনারেশন মিউজিক অ্যারেঞ্জমেন্টের সঙ্গে আমি আমাকে এবং আমার ভয়েসকে নতুনভাবে আবিষ্কার করেছি। যেটা অ্যাপিরাসের জন্য সম্ভব হয়েছে।' বলা দরকার, অ্যাপিরাস মূলত দুই আপন ভাইয়ের সঙ্গীত দ্বৈরথ। শেখ সাইমি মাহমুদ ও শেখ শফি মাহমুদ যৌথভাবে গান তৈরি করে বহুদিন ধরেই বেশ প্রশংসা কুড়াচ্ছেন। গানটি নিয়ে শেখ ভ্রাতৃদ্বয় বলেন, 'আমরা আমাদের সঙ্গীতের মাধ্যমে সব সময় নতুন কিছু করার চেষ্টা করি, এটিও তার ব্যতিক্রম নয়। হাসিব ভাইয়ের কণ্ঠ এই গানে নতুন মাত্রা যোগ করেছে। গানটি বাংলাদেশি সঙ্গীত দৃশ্যপটের চলমান প্রবণতা থেকে আলাদা। আমরা বিভিন্ন ঘরানায় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, এই গানটি তার আরেকটি উদাহরণ।'