বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) সব আলো যেন কেড়ে নিয়েছে ঢাকা ক্যাপিটালস- হওয়ারই কথা। দলটির মালিক যে ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত সোমাবর রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে বিপিএলের নিলাম টেবিলে ঘুরেফিরে সবার চোখ ছিল দেশের রুপালি পর্দার সবচেয়ে বড় এই তারকার দিকে। নিলামে শাকিব বাংলাদেশ দলের বেশ কিছু তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও সাব্বির রহমান।
সোমবার বিপিএলের পেস্নয়ার্স ড্রাফটে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন শাকিব। আরেক ঢালিউড তারকা ইমনসহ ড্রাফটের টেবিলে বসেছিলেন তিনি। অনুষ্ঠান শেষে দল নিয়ে ভীষণ উচ্ছ্বসিত দেখা গেল তাকে। তার বিশ্বাস, এবারের বিপিএলে সবচেয়ে জমজমাট আসর দেখতে পারবে দেশের ক্রিকেটভক্তরা। শাকিব বলেছেন, 'সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সবাই জানি, সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের উত্তেজনা- এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি, তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয়, তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবার এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।'
নিজের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শাকিব বলেছেন, 'আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের, ক্রিকেটও আমাদের।
আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশামতো দল সাজাতে পেরেছি। আশা করি, নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। তাছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত, আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।'
সরাসরি চুক্তিতে : তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই।
ড্রাফট থেকে : লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল ও শাহাদাত হোসেন দিপু।