এইচএসসি উত্তীর্ণদের শুভেচ্ছায় তারকারা
প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। চলতি বছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরামর্শ দিলেন তারকারা। আর যারা খারাপ ফল করেছে তাদের হতাশ না হওয়ার আহ্বানও জানিয়েছেন।
সম্প্র্রতি বুসান চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সেখানে তার অভিনীত 'সাবা' সিনেমাটি 'আ উইন্ডো অন এশিয়ান সিনেমা' বিভাগে এশিয়ান প্রিমিয়ার হয়। তার আগে কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে অংশ নেন ও প্রশংসিত হন মেহজাবিনরা। অভিনয় অঙ্গনে সময়ের সফল অভিনয়শিল্পীদের একজন তিনি।
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রীর ভেরিফায়েড পেজে একটি বার্তা দেন। ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।
যারা প্রত্যাশা অনুযায়ী ফল পাননি তারা হতাশ হবেন না উলেস্নখ করে মেহজাবিন বলেন, আর যারা প্রত্যাশা অনুযায়ী ফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে। সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। দেলোয়ার নামে একজন লিখেছেন, সব এইচএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া ও ভালোবাসা রইল আগামী দিনের জন্য দেশের জন্য তারা যেন কিছু একটা করতে পারে। সোহেল রানা নামে আরেক ভক্ত লিখেছেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল মেহজাবিন আপুর ভালোবাসা ও আমাদের সব বাংলাদেশি ভাইদের ভালোবাসা তোমাদের সঙ্গে থাকবে। আরেকজনের লিখেছেন, অনেক সুন্দর কথা বলছেন আপু ভালোবাসা অবিরাম আপনার জন্য।
তৌসিফ মাহবুব সময়ের জনপ্রিয় অভিনেতার একজন। বর্তমানে 'চক্র' ওয়েব সিরিজ দিয়ে ভক্তদের সামনে নতুনভাবে আসছেন। অভিনয় ক্যারিয়ারে সফল হলেও তিনি চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হবেন। সেভাবেই পড়াশোনা শুরু করেন। এইচএসসি পাস করার পরে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে ধৈর্য ধারণ করে এগিয়েছেন। তা না হলে হয়তো আজকের এই জায়গায় আসা সম্ভব হতো না বলে মনে করেন তৌসিফ। এই অভিনেতা পাস করা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'সবার আগে পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এখন সবার হাতে মোবাইল রয়েছে। সেটা দিয়ে এসব তরুণ শিক্ষার্থীরা নাটক দেখছে, টিকটক বানাচ্ছে বা ভিডিও বানাচ্ছে কেউ কেউ। কিন্তু এ সবই করতে হবে, তবে পড়াশোনার বাইরে। আমি সেটাই করেছি, আগে পড়েছি। কারণ, ক্যারিয়ার গড়ার সময়ই এখনই নয়। সময় আসবে। এ জন্য ক্যারিয়ার গড়ার সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে।' নিজের উদাহরণ দিয়ে তৌসিফ বলেন, 'আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিংয়ে। পরে অনেক দেরিতে আমি অভিনয় শুরু করেছি। তার আগে আমি নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্ব দিয়ে অন্য কাজ এগিয়ে নিয়েছি। নিয়মিত পড়াশোনা করে যাওয়া, পড়াশোনার বাইরে অনেক জানা- এগুলো আমাকে ক্যারিয়ারের জন্য ম্যাচিউর করেছে। সেটা অভিনয়েও কাজে দিয়েছে। যে হিরো হতে চাও, সমস্যা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। বাকি সব পড়াশোনার পরে।'
এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (বিষয় ম্যাপিং করে)। এ পদ্ধতি অনুসরণ করে ফলাফল প্রকাশ করায় কিছু শিক্ষার্থীর ওপর চাপ তৈরি হবে বলে মনে করেন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফারিণ জানান, অটোপাস অনেকের ফলাফলের ওপর প্রভাব ফেলবে। অনেকের ফলাফল খারাপও হতে পারে। হয়তো আশানুরূপ হবে না। এখন তাদের ভর্তি পরীক্ষার সময় পড়াশোনা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
ফারিণ বলেন, 'অটোপাসের কারণে কেউ এগিয়ে থাকবে, কেউ পিছিয়ে থাকবে। যে কারণে যাদের ফলাফল আশানুরূপ হয়নি, তাদের জন্য এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়টা গুরুত্বপূর্ণ। ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। ফলাফলে কে এগিয়ে, কে পিছিয়ে, ভাবার সময় নেই। কারণ, পরীক্ষা হয়নি। এটা মেনে নিতে হবে। সেই কারণে ভর্তি পরীক্ষা আরও কড়াকড়ি হবে ধরে নিতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে। এই সময়টাকে কাজে লাগাতে হবে। তারপর বিশ্ববিদ্যালয় জীবনটা আরও গুছিয়ে নেওয়ার সময়। পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান রাখতে হবে। সবার জন্য শুভ কামনা।'