১৭ বছর বয়সে কানাডিয়ান গায়িকার মৃতু্য
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
কানাডিয়ান প্রতিভাবান ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেল স্মিথ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। গত ৫ অক্টোবর মারা যান তিনি। মৃতু্যর সময় তার বয়স হয়েছিল মাত্র ১৭। নেল স্মিথের মৃতু্যর খবরটি নিশ্চিত করে একটি বিবৃতিতে গায়িকার পরিবার জানায়, এটা বলতে আমাদের খুব কষ্ট হচ্ছে যে, শনিবার রাতে আমাদের প্রতিভাবান, অনন্য ও সুন্দর কন্যাকে আমাদের কাছ থেকে নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আরও জানায়, আমরা তার মৃতু্যতে ভেঙে পড়েছি এবং ঠিক কী করব বা বলব তা জানি না। বিশ্বকে দেওয়ার মতো অনেক কিছুই ছিল তার। মাত্র ১৭ বছর বয়সে তার যে অভিজ্ঞতা হয়েছে এবং অর্জন, সে জন্য আমরা কৃতজ্ঞ। দ্য মিরর ইউএসের প্রতিবেদন থেকে জানা যায়, অস্ট্রেলিয়ান খ্যাতিমান লেখক ও সঙ্গীতশিল্পী নিক কেভের সঙ্গে 'দ্য ফ্লেমিং লিপস' অ্যালবামের জন্য বেশ জনপ্রিয় ছিলেন নেল স্মিথ। আগামী বছর ২০২৫ সালে প্রথম অ্যালবাম প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ কিশোরী গায়িকা। এদিকে প্রথম অ্যালবাম প্রকাশের জন্য সাইমন রেমন্ডের মিউজিক প্রতিষ্ঠান 'ককটিয়া টুইনস'র সঙ্গে চুক্তিও করেছিলেন গায়িকা নেল স্মিথ। গায়িকার মৃতুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইমন লিখেছেন, আমাদের প্রিয় শিল্পী নেল স্মিথের আকস্মিক ও মর্মান্তিক মৃতু্যর কথা শুনে আমরা সবাই হতবাক ও বিধ্বস্ত। এছাড়া 'দ্য ফ্লেমিং লিপস'র প্রধান গায়ক ওয়েন কোয়েন তাদের পোল্যান্ডের একটি কনসার্টে নেল স্মিথের স্মরণে আবেগপূর্ণ শ্রদ্ধাজ্ঞাপনও করেছেন।