মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার মারাঠি সিনেমা 'পানি'
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
বলিউডের সিনেমায় জনপ্রিয়তার চূড়ায় থেকেও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া চলে যান মার্কিন মুলস্নুকে। এক সময়ের বলিউড দাঁপিয়ে বেড়ানো এই অভিনেত্রী এখন থিতু হয়েছেন হলিউডে। টিভি সিরিজ 'কোয়ান্টিকো'-তে অভিনয় করে সাড়া ফেলেন। এরপর বেশ কয়েকটি হলিউডের সিনেমায় দেখা যায় সাবেক এই বিশ্বসুন্দরীকে। এখন প্রিয়াঙ্কা শুধু অভিনেত্রী বা গায়িকা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও বেশ জনপ্রিয়। আসছে ১৮ অক্টোবর মুক্তি পাচ্ছে তার প্রযোজিত মারাঠি সিনেমা 'পানি'।
সিনেমাটি ২০১৯ সালে পরিবেশ সংরক্ষণের ওপর তৈরি সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায়। এটি পরিচালনা করেছেন আদিনাথ এম কোঠারে। অভিনয়ে রুচা বৈদ্য, সুবোধ ভাবে, রজিত কাপুর, কিশোর কদম প্রমুখ। 'পানি' সিনেমায় একদল সাধারণ মানুষের কথা বলা হয়েছে, যারা খরাকবলিত এক গ্রামের বাসিন্দা। সেই গ্রামের একজন এই সমস্যার সমাধানের জন্য পুরো গ্রামের মানুষদের এক কাতারে নিয়ে আসে। সিনেমাটির মুক্তি উপলক্ষে সম্প্র্রতি মার্কিন মুলস্নুক থেকে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা। এই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, 'ছবিটা আমার জন্য খুব স্পেশাল। এমন বিষয়ের ওপরে সিনেমা বানানোও কঠিন। একটা মানুষের একার চেষ্টায় কীভাবে একটি গ্রামের জীবনটাই বদলে গেল, তারই গল্প আছে ছবিতে। আমাদের প্রোডাকশন দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় কাহিনি এবং অসাধারণ প্রতিভাধরদের সামনে নিয়ে আসছে। এই ছবি তারই উদাহরণ। আমি নতুন পরিচালক আদিনাথের জন্য ভীষণভাবে গর্বিত।'
প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত তার পরবর্তী হলিউড সিনেমা 'দ্য বস্নাফ'-এর কাজ নিয়ে। উনিশ শতকের ক্যারিবিয়ান অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি হবে সিনেমাটি। এখানে একজন মহিলা দসু্যর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। 'তিক্ত অতীত'-এর সূত্র ধরে রহস্যময় এক শক্তি তার পরিবারকে ধ্বংস করতে চায়। পরিবারকে বাঁচাতে তার মরিয়া চেষ্টা নিয়েই এগিয়েছে গল্প। এজিবিও স্টুডিওজ ও অ্যামাজন এমজিএম স্টুডিওজের সিনেমাটি পরিচালনা করছেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ার্স। প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন কার্ল আরবান। এ ছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এগুলোর মধ্যে উলেস্নখযোগ্য হলো 'টেক্সট ফর ইউ' এবং 'মেটরিক্স ৪'। তা ছাড়াও, স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সর্বশেষ প্রিয়াঙ্কাকে দেখা গেছে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ 'সিটাডেল'। খুব শিগগিরই এই সিরিজের নতুন কিস্তিতে অভিনয় করবেন।