বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চলচ্চিত্র অনুদান কমিটিতে মম

বিনোদন রিপোর্ট
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
চলচ্চিত্র অনুদান কমিটিতে মম

২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানের জন্য পুনর্গঠিত হলো পূর্ণদৈর্র্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। এতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। রাষ্ট্রের পক্ষ থেকে অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান মম। তিনি বলেন, 'এটা আমার জন্য গুরুদায়িত্ব। দেশের মানুষের টাকায় যে সিনেমা নির্মিত হবে, সেটা যেন সঠিক মানুষ পায়। দেশের জন্য যেন ভালো সিনেমা নির্মিত হয়। এই বিষয়টা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব।'

১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হচ্ছে। তবে অনুদানের সিনেমা নিয়ে প্রতিবছর জটিলতা দেখা যায়। সময় বেঁধে দেওয়া হলেও বেশির ভাগ সিনেমাই আটকে থাকে বছরের পর বছর। প্রায় সময় শিল্পীদেরও অনুদানের সিনেমা নিয়ে অভিযোগ করতে দেখা যায়। অনুদানের সিনেমার জটিলতা দূর করতে কাজ করতে চান মম। অভিনেত্রী বলেন, 'সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে নানা জটিলতার কথা শোনা যায়। ভবিষ্যতে জটিলতা যেন না হয়, সেই চেষ্টা থাকবে নতুন এই কমিটির। শিল্পীরা অনুদানের সিনেমায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা যেন আর না হয় সেটাই চাইব।'

২০০৭ সালে দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মমর। এরপর কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। তবে অনুদানের সিনেমায় কখনোই দেখা যায়নি মমকে। এ প্রসঙ্গে তার উত্তর, 'ব্যাটে-বলে মিলে নাই, তাই অনুদানের সিনেমায় কাজ করা হয়নি। এ ছাড়া কোনো কারণ নেই। আর সিনেমাতে আমার কাজ কম করা হয়েছে।'

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিতে আরও রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া, নির্মাতা আকরাম খান, নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

পূর্ণদৈর্ঘ্যের পাশাপাশি গতকাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটিও ঘোষণা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে আট সদস্যের কমিটিতে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম ইমশিয়াত, চলচ্চিত্র সংগঠক সৈয়দ ইমরান হোসেন কিরমানী, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, নির্মাতা শারমিন দোজা, সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে