বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ওটিটিতে অভিষেক রুবেল ও পুজার

বিনোদন রিপোর্ট
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
রুবেল ও পুজার

একসময় ঢালিউডের অ্যাকশন হিরো ছিলেন রুবেল। এনেছিলেন বাংলা সিনেমায় অপ্রচলিত নতুন এক ঘরানা। কুংফু, কারাতে, মার্শাল আর্টের অ্যাকশন এনেছিলেন তিনিই প্রথম বাংলাদেশের সিনেমায়। এতে তার প্রধান সহযোগী ছিলেন উস্তাদ জাহাঙ্গীর আলম।

'লড়াকু' সিনেমা দিয়ে ১৯৮৬ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে রুবেলের। এরপর উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিনয়ে নেই এ অভিনেতা। আগের মতো শুটিংয়ে ব্যস্ত সময় পার করেন না। এবার বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে যাত্রা শুরু করছেন রুবেল। রায়হান রাফীর 'বস্ন্যাক মানি' সিরিজে দেখা যাবে তাকে। এতে আরও আছেন পুজা চেরী।

রাফীর পরিচালনায় 'পোড়ামন ২' দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল পুজার। নির্মাতারও প্রথম সিনেমা ছিল এটি। এরপর দুজনে একসঙ্গে কাজ করেছেন 'দহন' সিনেমায়। সেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছয় বছর পর আবারও বস্ন্যাক মানি দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পুজা। বস্ন্যাক মানি রাফী, রুবেল ও পুজার প্রথম ওয়েব সিরিজ।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে বস্ন্যাক মানির প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হবে সিরিজটি। এ বিষয়ে গত শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে রুবেল বলেন, 'সিনেমায় দীর্ঘ সময়ের পথচলা। এবার ওটিটিতে যাত্রা শুরু করছি। আমার প্রত্যাশা একটি সিরিজ দিয়েই যেন আমার ওটিটি ক্যারিয়ার থেমে না যায়। আমি এখানে থাকতে চাই। রাফীর কাছ থেকে গল্প শুনে মনে হয়েছে দারুণ কিছু হবে। সেই আগ্রহ থেকেই সিরিজটির সঙ্গে যুক্ত হওয়া।'

নির্মাতা রায়হান রাফী বলেন, 'আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালোটাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। বস্ন্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে। এটি আমার প্রথম সিরিজ। এর আগে সিনেমা, ওয়েব ফিল্ম বানিয়েছি, বস্ন্যাক মানি দিয়ে এবার সিরিজ নির্মাণ শুরু হলো। অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রাখতে চেয়েছি। এ কারণে রুবেল ভাইকে যুক্ত করা। এ ছাড়া অনেকদিন পর পুজার সঙ্গে কাজ হবে।'

পুজা চেরী বলেন, 'বস্ন্যাক মানি' আমার প্রথম সিরিজ। বলতে গেলে, রায়হান রাফী বাদে এই সিরিজে আমার সঙ্গে যারা কাজ তাদের সঙ্গেও আমার প্রথম কাজ। সেই সঙ্গে সবাই অনেক সিনিয়র শিল্পী। কোনো কিছু না ভেবেই এই সিরিজে কাজের সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখানে সবাই আমার অগ্রজ। তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারব। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো করার। আমার বিশ্বাস, 'বস্ন্যাক মানি' দুর্দান্ত একটি কনটেন্ট হতে যাচ্ছে।'

এদিকে নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। অমিতাভ রোজার সঙ্গে এটাই তার প্রথম কাজ। অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, 'তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি অনেক গুণী পরিচালক। কাজের ব্যাপারে তিনি খুব সচেতন এবং কৌশলী। বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। অল্প সময়ে একটি কাজ দাঁড়িয়ে যায়। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেখানেই আমি কাজ করতে আগ্রহী। নাটক, সিনেমা, বিজ্ঞাপন সবই আমার কাছে কাজ। কাজের ধরন ও গল্প পছন্দ হলেই আমি রাজি হয়ে যাই।'

বস্ন্যাক মানি সিরিজে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ।

ছয় পর্বের সিরিজটি মুক্তি পাবে ওটিটি পস্ন্যাটফর্ম বঙ্গতে। ওটিটি পস্নাটফর্ম বঙ্গের প্রযোজনায় 'হোটেল রিলাক্স', 'অসময়', 'দুঃখিত', 'ফিমেল ৪' নির্মাণ হয়েছে। বলা হলে সবগুলো কনটেন্ট হিটের তকমা পেয়েছে। সেই চ্যালেঞ্জ নিয়েই 'বস্ন্যাক মানি' নির্মাণ করা হচ্ছে বলে জানান বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান। তার কথায়, বঙ্গ সব সময় দর্শকের চাহিদাকে প্রাধান্য দিয়ে কনটেন্ট নির্মাণ করে। এখনো পর্যন্ত প্রতিটি কনটেন্ট দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। 'বস্ন্যাক মানি'ও তার ব্যতিক্রম হবে না।

উলেস্নখ্য, নির্মাতা রায়হান রাফীর 'বস্ন্যাক মানি' ওয়েব সিরিজে নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। গত মাসেই প্রকাশ্যে আসে সেই খবর।

তবে মাস ঘুরতেই রাফীর সেই প্রজেক্টের নায়িকার পরিবর্তন। তানজিন তিশা নয়, পুজা চেরীকে নিয়ে 'বস্ন্যাক মানি' নির্মাণ করবেন এই নির্মাতা।

মিডিয়া পাড়ার খবর, সম্প্রতি তমা মির্জার সঙ্গে রায়হান রাফীর সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরে তানজিন তিশার সঙ্গে এই নির্মাতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যে কারণেই নাকি তিশাকে নিয়ে 'বস্ন্যাক মানি' নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেন রাফী। বেছে নেন পুজা চেরীকে।

'বস্ন্যাক মানি' প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে আরও রাফী জানিয়েছিলেন, সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গের সঙ্গে নতুন ধরনের এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে তিনি অনেক আনন্দিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে