কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে অপূর্বর

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলাদেশে টিভি নাটকে বহু বছর ধরেই বলা যায় শীর্ষতম স্থানে অবস্থান করছেন জিয়াউল ফারুক অপূর্ব। টিভি নাটকের রাজপুত্রও বলা হয় তাকে। ভালো গল্পের নাটকে অভিনয় করে তিনি এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। অভিনয়ে দেড় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি তার শীর্ষতম স্থানে এখনো অবস্থান করছেন। অভিনয়ের প্রতি একাগ্রতা, অধ্যবসায় ও ভালোবাসার ফলই এটি। সর্বোপরি যেকোনো পরিচালকের সঙ্গে কাজ করার সময় তিনি কাজটি সম্পূর্ণ নিজের করে নেওয়ার মধ্য দিয়েই নিজেকে জাত শিল্পী হিসেবে প্রমাণ করেছেন। আর এ কারণেই এখনো অপূর্বর সঙ্গে মানানসই কোনো ভালো স্ক্রিপ্ট নির্মাতারা হাতে পেলে তার কথাই ভাবেন সবার আগে। টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন ওয়েব কনটেন্টেও। \হ২০১৫ সালে 'গ্যাংস্টার রিটার্নস' দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তবে ওই একটিই, এরপর বাংলাদেশের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেতাকে। গত বছরের সেপ্টেম্বরে তিনি পা রাখেন কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতে। পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতীম ডি গুপ্তর 'চালচিত্র' সিনেমা দিয়ে কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এতদিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে এলো সুখবর। চালচিত্রের প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি। এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনেতাকে- টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। গতকাল প্রকাশ করা হলো চরিত্রদের ফার্স্টলুক। অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। জানা গেছে, চালচিত্র সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে। নির্মাতা প্রতীম জানিয়েছেন, সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। তদন্ত করতে গিয়ে দেখা যায়, খুনের পরে যেভাবে বডিগুলো সাজিয়ে রাখা হচ্ছে, তার সঙ্গে বারো বছরের পুরনো এক মামলার মিল খুঁজে পাওয়া যায়। রহস্য উদ্‌?ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ। এ চরিত্রে আছেন অপূর্ব। সিনেমাটি নিয়ে অপূর্ব বললেন, 'এটা তো থ্রিলার। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। সবার কাছে দোয়া চাই, যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।' নির্মাতা জানিয়েছেন, চালচিত্র থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর ইমোশনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার অ্যাকশনের দিকেও দেওয়া হয়েছে বিশেষ মনোযোগ। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, 'মূলত কপ মুভির মতো তৈরি করতে চেয়েছি চালচিত্র। বিনোদনমূলক সিনেমা, তার সঙ্গে রহস্য জাল বিস্তার করবে। বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর প্রতীক পরমারকে নিয়ে আসা হয়েছিল। ফলে অ্যাকশনের দিক দিয়েও এ সিনেমায় অনেক নতুন টেকনিক ব্যবহার করা হয়েছে, যা দর্শকের ভালো লাগবে।' সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ঊষা উত্থুপ, ইমন চক্রবর্তী, রূপম ইসলামের মতো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন গানে।