গান্ধীকে নিয়ে কটাক্ষ কঙ্গনার, নিন্দার ঝড়

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
এমনিতেই তার নামের পাশে লেখা আছে ঠোঁটকাটা রমণী হিসেবে। কারণ খুবই ঘন ঘন একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। আর আলোচনায় থাকতে তা-ই করেন। কিন্তু কোনো আলোচনাই যেন তার খোরাক মেটে না। ছোটখাটো শরীরে তার পেটের জায়গাটিও বিশাল। তাই এবার পড়লেন উপমহাদেশের বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীকে নিয়ে। যার কারণে ভারত স্বাধীন হলো, যার কারণে আজ নিজেকে স্বাধীন দেশের নাগরিক বলতে পারছে সেই মহাত্মা গান্ধীর প্রতিও এতটুকু শ্রদ্ধাবোধ থাকবে না- সেই মানুষটি তো বিশ্বের কাউকেও সম্মান করবে না। এত ভয়াবহ বিপজ্জনক। কথাটি বলা বলা বলিউডের অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত সম্পর্কে। গান্ধীর জয়ন্তী নিয়ে এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে কংগ্রেস তার মন্তব্যকে 'অশ্লীল' বলে অভিহিত করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে লোকসভার বিজেপির মান্ডির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন। অভিনেত্রী শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন। কংগ্রেসের দাবি- জাতির জনক হিসেবে মহাত্মা গান্ধীর মর্যাদা হ্রাস পেয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা রানাউত লিখেছেন, দেশের কোনো বাবা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা। অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে মান্ডির সংসদ সদস্য দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেসের তরফ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অনেকেই তার মন্তব্যকে অশ্লীল ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এক্স হ্যান্ডেলে লিখেছেন- বিজেপি সংসদ সদস্য কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদি কি তার দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহিদ আছেন- সবারই সম্মান প্রাপ্য। পাঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেত্রী মনোরঞ্জন কালিয়াও গান্ধীর জয়ন্তী নিয়ে কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে বলেছেন, রাজনীতি তার ক্ষেত্র নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে কালিয়া বলেন, গান্ধীজির ১৫৫তম জন্মবার্ষিকীতে কঙ্গনা রানাউতের করা মন্তব্যের নিন্দা করছি। স্বল্প রাজনৈতিক জীবনে বিতর্কিত মন্তব্য করার অভ্যাস গড়ে তুলেছেন তিনি। রাজনীতি তার জন্য নয়। রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলার আগে ভাবতে হবে- তার বিতর্কিত মন্তব্য দলের জন্য অশান্তি ডেকে আনছে। এর আগে কৃষি আইন প্রত্যাহারের পক্ষে সওয়াল করেও সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা রানাউত। কঙ্গনা যদিও জানিয়েছেন, তার মন্তব্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শকে প্রতিফলিত করে না। এদিকে কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে রাজনীতির সফর শুরু হয়েছে কঙ্গনা রানাউতের। তবে বিতর্কের কারণে শিরোনামে আসা তার কাছে নতুন কিছু নয়। এ জন্য তাকে ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয়ে থাকে। বিটাউনেও নানা মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন তিনি। এমপি হয়ে সপাটে চড় খেয়ে গাল লাল হয়ে গিয়েছিল তার কুলবিন্দর কওর নামে জনৈক মহিলা সিআইএসএফ কনস্টেবলের শক্ত হাতের। তারপর সেই মহিলা কনস্টেবল তার ফেসবুক হ্যান্ডেলে উলেস্নখ করেন 'চাকরির তোয়াক্কা আমি করি না। মায়ের সম্মান বাঁচানোর জন্য এমন হাজার চাকরির কোরবানি দিতে পারি।' মন্তব্যের ঘরে দেখা যায় কেউ বলছেন, 'উনি বীরাঙ্গনা। একদম ঠিক করেছেন।' তারপরও পরিণতির কথা না ভেবেই একাধিকবার নানা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা। নিজেই স্বীকার করেছেন, তাকে নিয়ন্ত্রণ করতে পারে- এমন ক্ষমতা কারও নেই। নিজেই নিজেকে অদম্য বলেন তিনি। একটি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কেউ আমাকে কখনো কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। এ অধিকার আমি কাউকে দিইনি। আমার নিজের পছন্দ-অপছন্দের জন্য কেউ কথা শোনাবে বা তির্যক মন্তব্য করবে- এমন অধিকার কারও নেই। অভিনেত্রী হওয়ার সুযোগে তিনি কাউকেই পাত্তা দেন না। তথাকথিত 'শিল্পী' বা 'নারী' হওয়ায় যা ইচ্ছা তা মন্তব্য করে চলেছেন। কেউ যেন তাকে রুখার নেই। উলেস্নখ্য, কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত 'ইমার্জেন্সি' সিনেমা আইনি জটিলতায় পড়ে সেন্সর বোর্ডে আটকা আছে। সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্কে জড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। ট্রেলার মুক্তির পর থেকেই এটি নিয়ে কয়েকটি শিখ গোষ্ঠী প্রতিবাদ জানায়। এ সিনেমা শিখ ধর্মের অনুসারীদের ভাবাবেগে আঘাত করেছে বলে জানায় শিখ গোষ্ঠী। ফলে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সবুজ সংকেত পাওয়া যায়নি। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২১ মাসের জরুরি অবস্থা জারি করা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর ভিত্তি করে এ সিনেমা তৈরি করেছিলেন কঙ্গনা রানাউত। 'ইমার্জেন্সি' ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও থাকছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। থাকছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এ ছবিটি প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এ ছবিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখেছেন, ''ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি- আমার পরিচালিত সিনেমা 'ইমার্জেন্সি' মুক্তির সময় পিছিয়েছে। এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি। সিনেমাটি আগামীতে কবে মুক্তি পাবে, তা জানিয়ে দেওয়া হবে। বিষয়টি বোঝার জন্য এবং ধৈর্য ধরার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।''