দেবী সাজে চমকে দিলেন মিম
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
শুভ মহালয়া, গতকালই হলো দেবী পক্ষের শুরু। অর্থাৎ আর মাত্র কয়েকদিন, এরপরই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সেই ছোঁয়া লেগেছে বিদ্যা সিনহা মিমেরও। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তাই পূজার সাজে লাস্যময়ী রূপে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন মিম। গতকাল ছিল শুভ মহালয়া। আর এদিনই সাতসকালে সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে রীতিমতো এক দেবীর রূপেই দেখা যায় মিমকে। সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন মিম। সঙ্গে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন এই মডেল।
ছবিতে রীতিমতো এক দেবীর রূপেই দেখা যায় মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুলসমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন।
বিদ্যা সিনহা মিম গণমানুষের উৎসব খুব ভালো করেই অনুসরণ করেন। কারণ এরাই যে সিনেমার দর্শক। তাই ধর্মীয় আচার-অনুষ্ঠানকে বেশ ভালোভাবেই গুরুত্ব দেন মিম। শুধু হিন্দু ধর্মাবলম্বীল পূজাই নয়, মুসলমানদের বড় অনুষ্ঠান উপলক্ষে ঘটা করে কোরবানিও দিয়ে থাকেন তিনি।
এদিন অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েছে সাদা শাড়ি। যার পাড় ও আঁচলজুড়ে লালের ছোঁয়া। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপিস্টিক, সঙ্গে নাকে একটি বড় নথও পরেছেন তিনি। উৎসবের সঙ্গে মিল রেখে পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাঁটবাজু। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাড়ো লাল লিপিস্টিক; গলায় লম্বা চেইন, হাতে শাখা-পলা ও সোনালি বালাও পরনে রয়েছে তার। খোলা চুল, মিষ্টি হাসি আর পদ্মফুল হাতে একেবারে দেবীর রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন মিম।
এদিকে নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যের ঘরে যেন কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে তাদের। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, 'আপনি সবই পারেন।' কেউ লিখেছেন, 'খুব সুন্দর, চমৎকার- এককথায় নজিরবিহীন।' আরেক নেটিজেন লিখেছেন, 'একদম মা দুর্গার মতো লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।'
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে 'আমার আছে জল' সিনেমার মাধ্যমে রূপালিজগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর 'জোনাকির আলো' চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি এ নায়িকা সব সময়ই নিজের রূপের আলোতে দু্যতি ছড়ান।
ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র, নাটক ও সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যে ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন। তবে 'পরান' ছবি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মিম। যদিও বেশ কিছুদিন তাকে নতুন কোনো সিনেমায় দেখা মিলছিল না। তবে সামনে আসছে আরেকটি তেমনি বাস্তব ঘটনাভিত্তিক নতুন আরেকটি ছবি 'আমি ইয়াসমিন বলছি' ছবির মাধ্যমে। খুব দ্রম্নত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানান তিনি। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সুমন ধর। ছবিটি আরও আগেই হয়ে যেত। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। ছবিটিতে যুক্ত হয়ে তখন বিদ্যা সিনহা মিম বলেছিলেন, 'এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম আমি। এমন হৃদয়স্পর্শী, নৃশংস ঘটনা। সে জন্যই এতে যুক্ত হওয়া।'
এদিকে মিম অভিনীত 'দিগন্তে ফুলের আগুন' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই সিনেমায় পান্না কায়সার চরিত্রে অভিনয় করেছেন মিম।