'এমার্জেন্সি' মুক্তি দিতে সব শর্ত মেনে নিলেন কঙ্গনা

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের 'এমার্জেন্সি' সিনেমার মুক্তি নিয়ে প্রথম থেকেই জলঘোলার অন্ত নেই। শুরুতে সেন্সর বোর্ড বলেই দিয়েছে, এই ছবি থেকে কয়েকটি দৃশ্য বাদ না দিলে ছবি মুক্তি দেওয়া যাবে না। কিন্তু নানা বাধার মুখে কাটছাঁট ছাড়াই সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছিলেন কঙ্গনা। অবশেষে সেন্সর বোর্ডের নির্দেশ মানতে বাধ্য হলো 'এমার্জেন্সি' টিমকে। গত সোমবার মুম্বাই হাইকোর্টকে ছবির টিম জানিয়ে দিল, তারা সেন্সর বোর্ডের নির্দেশকেই মানবে। সেন্সর বোর্ড যে দৃশ্য ও সংলাপগুলো বাদ দেওয়ার কথা বলেছে সেগুলো বাদ দিয়েই মুক্তি পাবে 'এমার্জেন্সি'। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের তরফে বম্বে উচ্চ আদালতে জানানো হয়েছে, 'এমার্জেন্সি' ছবি থেকে কয়েকটা দৃশ্য বাদ দিলে তবেই রিলিজের ছাড়পত্র দেওয়া সম্ভব। যদিও সম্প্রতি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, তিনি তার সিনেমার কোনো দৃশ্যে কাটছাঁট করবেন না এবং ঠিক যেমনভাবে গল্প সাজিয়েছেন, তেমনভাবেই সিনেমাটা দর্শকদের কাছে পরিবেশন করতে চান। এদিকে সংসদ সদস্য-অভিনেত্রীর এমন মন্তব্যের পর বেঁকে বসেছে সেন্সর বোর্ডও। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের রিভিউ কমিটি আদালতে সাফ জানিয়েছে, যে দৃশ্যগুলো সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে কিংবা সমস্যা তৈরি করতে পারে, সেগুলো ছাঁটাই না করলে ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। শেষে সেটাই হলো।