বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
আইফা পুরস্কার

সেরা অভিনেত্রী রানী মুখার্জি পরিচালক বিনোদ চোপড়া

বিনোদন ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
সেরা অভিনেত্রী রানী মুখার্জি পরিচালক বিনোদ চোপড়া

বলিউডের তারকাদের মেলা বসেছিল আইফা অ্যাওয়ার্ডে। এবার আবুধাবিতে এই আয়োজন করা হয়েছিল। এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড কারা পেলেন তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। অবশেষে জানা গেল কারা পেলেন এই পুরস্কার।। আইফার মঞ্চে সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা অভিনেত্রী রানী মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শাহরুখ খান বক্স অফিস হিট করা সিনেমা 'জওয়ান' এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সিনেমার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছেন রানি।

সেরা পরিচালকের সম্মান গিয়েছে বিধু বিনোদ চোপড়ার ঝুলিতে। 'টুয়েলভথ ফেল' সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন বর্ষীয়ান পরিচালক। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার

জিতেছেন শাবানা আজমি।

'অ্যানিমেল'-এর জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। একই সিনেমার জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জিতেছেন ববি দেওল। এছাড়াও সেরা গায়ক হয়েছেন ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি), সেরা গায়িকা শিল্পা রাও (চালেয়া)। এছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেয়া হয়েছে। অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয়

পরিচালক করণ জোহরকে।

এবারে আইফার অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শাহরুখ খান ও ভিকি কৌশল। তারা উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছেন। মঞ্চে পারফর্ম করলেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবদন্তি রেখা। ৬৯ বছর বয়সি রেখার নাচে বুঁদ মরুর দর্শকরা। বলিউডের বর্ষীয়ান এ অভিনেত্রীর পঞ্চাশের দশকের শেষ লগ্নে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। ১৯৬৯ সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সত্তর দশকের শেষের দিকে তারকা খ্যাতি লাভ করেন। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। রেখার বয়স এখন ৬৯ বছর। জীবনের এ পর্যায়ে এসেও মঞ্চ মাতালেন চিরসবুজ এই নায়িকা। মরুর বুকে মুগ্ধতা ছড়ালেন তিনি।

আইফার ইনস্টাগ্রামে রেখার পারফরম্যান্সের বেশি কিছু স্থিরচিত প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, রেখার পরনে গোলাপী রঙের আনারকলি ড্রেস। এর সঙ্গে মিলিয়ে ভারী গহনা পরেছেন বরেণ্য এই অভিনেত্রী। তা ছাড়াও বেশ কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা দেখে নস্টালজিয়া হয়ে পড়েছেন নেটিজেনরা।

লরেন লেখেন, 'আইকনিক।' পারিখ লেখেন, 'আপনার মতো অভিনেত্রী ভারতের জন্য আশীর্বাদ। আপনার মতো অভিনেত্রী কেবল অনুপ্রেরণা নয়, ভারতের আইকন। সত্যি আপনি আরাধ্য। আপনি কেবল ভারতীয়দের হৃদয়ে রাজত্ব করছেন তা নয়, আপনার ভক্ত বিশ্বব্যাপী।'

আরেকজন লেখেন, 'মুঘলে আজম সিনেমা থেকে মধুবালার গানে রেখা নাচ করেছেন, এর থেকে অপরূপ দৃশ্য আর কী হতে পারে?' অন্য একজন লেখেন, 'রেখাজি আপনি আমাদের মন একবার নয়, বারবার জয় করেছেন। আপনার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।' অনেকে রেখা-অমিতাভ বচ্চনের সোনালি দিনের সিনেমার গানের অংশবিশেষ পোস্ট করেও নস্টালজিয়া হয়ে পড়েছেন। এর আগে আইফা অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা-পরিচালক আন্দ্রে টিমিনস ডিএনএ ইন্ডিয়াকে বলেছিলেন, 'এ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে পারফর্ম করবেন রেখা। ১৫০ জন নৃত্যশিল্পীর সঙ্গে ২০ মিনিট পারফর্ম করবেন তিনি। এজন্য দিন-রাত পরিশ্রম করছেন তিনি। তার পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা।'

এ বছর কারা পেলেন কোন পুরস্কার, এক নজর দেখে নেয়া যাক-

সেরা সিনেমা : অ্যানিমেল

সেরা অভিনেতা : শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী : রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পরিচালক : বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সহ-অভিনেতা অনিল কাপুর (অ্যানিমেল)

সেরা সহ-অভিনেত্রী শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানী)

সেরা খলনায়ক ববি দেওল (অ্যানিমেল)

সেরা গল্প রকি অউর রানি কি প্রেম কাহানী

সেরা গল্প (অ্যাডাপ্টেড) টুয়েলভথ ফেল

সেরা সঙ্গীত পরিচালনা অ্যানিমেল

সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেলিস্ন, অ্যানিমেল)

সেরা সঙ্গীতশিল্পী (নারী) শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)

সেরা গীতিকার সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে