শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মঞ্চ নাটক ছাড়ছেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মঞ্চ নাটক ছাড়ছেন অঞ্জন দত্ত

বাংলা বিনোদনজগতের অন্যতম প্রবাদপ্রতিম শিল্পী তিনি। সে অভিনয় হোক বা পরিচালনা, গান হোক বা গল্প লেখা সব ক্ষেত্রেই তিনি তার নিজের ছাপ ফেলেছেন। নিজের একটা ধারায় একটা ব্র্যান্ড তৈরি করেছেন। বলা হচ্ছে অভিনেতা, গায়ক ও পরিচালক অঞ্জন দত্তর কথা। অঞ্জন দত্ত মানেই, বেলা বোসের সেই ফোন নম্বর, রঞ্জনার পাড়া, অঞ্জন দত্ত মানেই দার্জিলিংয়ের খাদের ধারের রেলিং। গিটার হাতে তুলে বাঙালির কানে পৌঁছে দেওয়া প্রেম, বিরহের নতুন সুর। তবে শুধুই কি গান? না, অঞ্জন দত্ত মানেই 'বং কানেকশন', 'ম্যাডলি বাঙালি' কিংবা 'বো বারাকস'। সিনেমার পর্দা থেকে আবার নাটকের মঞ্চেও অভিনেতা, গায়ক, পরিচালক। এখনো নাট্যপ্রেমী মানুষ, তার গ্যালিলিও ভুলতে পারেননি। অঞ্জন দত্তের এই সফরের শুরুটা কিন্তু নাটকের মঞ্চ থেকেই হয়েছিল। সেই অঞ্জন দত্তই হঠাৎ বার্তা দিলেন, শেষ নাটকের!

অঞ্জন দত্ত সোশ্যাল মিডিয়ায় তার আগামী নাটকের একটি পোস্টার শেয়ার করেন। সেখানে তারই ছবি দেখা যাচ্ছে সাদা-কালোয়। গলার লাল পোশাকের অংশ। পেছনে ফাটা দেয়াল। তার চোখ দুটো বার করা। নাটকের নাম আরও একটা লেয়ার। উইলিয়াম শেকসপিয়রের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে নাটকটি, অঞ্জন দত্তের প্রযোজনায়। তবে কবে মঞ্চস্থ হবে সেটা জানানো হয়নি। আর এই পোস্টের ক্যাপশনেই তিনি লিখেছেন, 'আমার শেষ নাটক।' আর তাতেই তার অনুরাগীরা কষ্ট পেয়েছেন। জানতে চেয়েছেন কেন এটা শেষ নাটক? শেষ হলে কিছু হয় না, দাবি তাদের। এক ব্যক্তি লেখেন, 'কেন শেষ কেন? একেবারেই না।' আরেকজন লেখেন, 'শেষ বলে কিছু নেই...অশেষ শুভেচ্ছা আর ভালোবাসা।' তৃতীয়জন লেখেন, 'শেষ নাহি যে শেষ কথা কে বলবে।' প্রসঙ্গত অঞ্জন দত্ত কিন্তু মাসখানেক আগেই এই নাটকের কথা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি লেখেন, 'আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণাল দা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা আর নয়। থিয়েটার। শেকসপিয়রের কিং লিয়র, এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেকসপিয়র আমার জীবনে প্রথমবার, কিং লিয়র।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে