অভিযোগ তুলে নিলেন জোলি

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
হলিউডের আলোচিত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। কয়েক বছর ধরেই শিরোনামে রয়েছেন নিজেদের কলহ, বিচ্ছেদ ও মামলা নিয়ে। তবে এবার জোলি নিস্তার চান এসব থেকে। তাই আইনি লড়াই ও নিজের করা বিভিন্ন অভিযোগ থেকে ধীরে ধীরে সরে আসতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এবার এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগ তুলে নিয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলেছে জোলি ও পিটের মাঝে। অবশেষে সব অভিযোগ গুটিয়ে নিয়ে নিজের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল বু্যরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিরুদ্ধে অভিযোগ আনেন অ্যাঞ্জেলিনা জোলি। জেন ডো ছদ্মনামে আদালতে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি। বিনোদন বিষয়ক মার্কিন সাময়িকী ইনটাচ উইকনি জানিয়েছে, অবশেষে ওই অভিযোগ তুলে নিতে সম্মত হয়েছেন জোলি। ২৫ সেপ্টেম্বর আদালতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এফবিআইয়ের কাছে অ্যাঞ্জেলিনা জোলি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন জোলি ও পিট। এ সময় তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে জোলিকে থাপড় ও ধাক্কা দেন পিট, তার মাথা ধরে ঝাঁকান। বাচ্চাদের ওপরও চড়াও হন। এক বাচ্চার গলা টিপে ধরেন, অন্যজনের মুখ চেপে ধরেন। এ ছাড়া জোলি ও সন্তানদের গায়ে মদ ছুড়ে মারেন পিট। তবে শুরু থেকেই জোলির এ অভিযোগ অস্বীকার করছিলেন ব্র্যাড পিট। জোলির অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা, ফলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না। এরপর ২০২২ সালে এ তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তুলেন জোলি। অবশেষে এফবিআইয়ের বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নিলেন অভিনেত্রী।