জামিন পেলেন নাট্য নির্মাতা রিংকু
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যা মামলায় জামিন পেয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু। গত বুধবার বিকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলায় রাফাত মজুমদার রিংকুকে গত সোমবার মধ্যরাতে গুলশান থেকে আটক করে পুলিশ। এরপর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রাজু আহমেদ। এ সময় রিংকুর পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানির পর জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত দুই দিন কারাগারে থাকার পর অবশেষে বুধবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। রিংকুর উলেস্নখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- 'রঙিন আশা', 'পুতুলের সংসার', 'ইতিবৃত্ত', 'নরসুন্দরী', 'কবর', 'বন্ধন', 'বস্নগার মিতু', 'জাল', 'কাটুস', 'অতিরিক্ত', 'নোঙ্গর', 'রিকশা গার্ল' প্রভৃতি।