শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রোহান-তটিনীর 'ভালোবাসায় আদরে'

বিনোদন রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রোহান-তটিনীর 'ভালোবাসায় আদরে'

ছোট পর্দার আলোচিত জুটির নাম ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দর্শক প্রত্যাশা পূরণে আবারও একবার ছোট পর্দায় জুটি বেঁধেছেন এ জুটি। এবার এদের দেখা যাবে ?ভালোবাসায় আদরে নামে এক নাটকে। চয়ন দেব রচিত নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। ইয়াশ-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, শিল্পী সরকার, জিলস্নুর রহমান, আনোয়ার, সাজ্জাদ চৌধুরী প্রমুখ। গতকাল ইউটিউব চ্যানেলে ভালোবাসায় আদরে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভালোবাসার নতুন গল্পে তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় নিয়ে ইয়াশ রোহান বলেন, 'দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতা তারকাদের জুটি গড়ে দেন। তটিনীর সঙ্গে এ পর্যন্ত যে কয়টি নাটকে অভিনয় করেছি, কমবেশি সবই দর্শক পছন্দ করেছে। অনুরোধ রেখেছে, আগামীতেও যেন আমরা একসঙ্গে কাজ করি। সে কারণেই রিংকুর পরিচালনায় আরও একবার জুটি বেঁধে অভিনয় করা'

তটিনী বলেন, 'দর্শকের ভালো লাগাকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ তাদের জন্যই অভিনয় জীবন বেছে নেওয়া। তাই দর্শক প্রত্যাশা পূরণে ইয়াশ রোহানের বিপরীতে আরেকটি নতুন গল্পে অভিনয় করা। আশা করছি, ভালোবাসায় আদরে নাটকটিও দর্শকের মনে ছাপ ফেলবে।' এর আগে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় 'মিছ ম্যাচ', 'যে প্রেম এসেছিল', 'আমার থাকিস তুই', 'কত যে আপন' ও 'রাইড শেয়ারিং' নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ইয়াশ ও তটিনী। নাটকগুলোয় দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। পাশাপাশি 'প্রণয়', 'নির্বাসিত', 'কথা ছিল', 'অবশেষে', 'তোমায় হলো পাওয়া', 'অতীতপুর', 'হঠাৎ বৃষ্টি', 'অগ্নিগিরি', 'তোমাকে পেয়ে গেলে', 'অবাক কান্ড', 'সে বসে একা', 'সম্ভবত প্রেম', 'শেষ কিছুদিন', 'বইটা আসলে দেয় কে', 'আই পস্নাস ইউ', 'দত্তক', 'গোলাপ গ্রাম', 'দূর থেকে ভালোবাসি', 'প্রেম এসেছিল একবার'সহ আরও কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ

কেড়েছেন এ জুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে