বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

আমি অনেকবার ধাক্কা খেয়েছি-কৌশানী

বিনোদন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কৌশানী

পূজায় মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'বহুরূপী'। এই ছবিতে ভিন্নরূপে হাজির হতে যাচ্ছেন কৌশানী মুখার্জি। ইতোমধ্যে কৌশানী ও শিবপ্রসাদের শিমুল-পলাশ প্রেম গানটি সুপারহিট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির আরও একটি গান 'আজ সারা বেলা'। সেই গান উন্মোচন অনুষ্ঠানেই ইন্ডাস্ট্রির বহুরূপী এবং মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কৌশানী বললেন, 'আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি। এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দিই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম।' আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে 'বহুরূপী'। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিল। প্রতিবাদী শহরের মনখারাপেও দর্শকরা যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীকে, তা বলাই বাহুল্য। তবে এবার আর শুধুই ঝলক নয়, বহুরূপীর প্রথম গান শিমুল-পলাশ গান প্রকাশ্যে আসতেই হইচই। লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। টুইট করে এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও 'বহুরূপী' টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রহমান। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন আবির, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে