বন্যার্তদেও বেঁচে থাকার সংগ্রাম আর যন্ত্রণা ফুটে উঠেছে সঙ্গীতশিল্পী মনির খানের গাওয়া একটি গানে। 'বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে' শিরোনামের গানটি লিখেছেন আমিরুল ইসলাম। এক বিজ্ঞপ্তিতে আমিরুল ইসলাম জানিয়েছেন, গানটি মনির খানের ইউটিউব চ্যানেল 'এমকে মিউজিক টোয়েন্টিফোরে' প্রকাশ পেয়েছে। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার। গীতিকার আমিরুল বলেন, 'এই গানের কথায় বন্যাকবলিত মানুষের সীমাহীন দুঃখ, কষ্ট, ক্ষুধা, মৃতু্য, আর্তনাদ ও হাহাকারের চিত্র ফুটে উঠেছে। সব স্তরের মানুষের কাছে এটি একটি মানবিক আবেদন, যেন তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।' গানটি দর্শক-শ্রোতাদের স্পর্শ করবে বলে আশা করছেন আমিরুল। 'বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে' গানটি নিয়ে মনির খান বলেন, 'এর আগে ২০০৭ সালে আলম আরা মিনু, ফারজানা মিলি, গোলাম সারোয়ার এবং আমি সমবেত কণ্ঠে এই গানটি গেয়েছিলাম।' 'সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গিয়ে বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখে এই গীতিকবিতার সঙ্গে হুবহু মিল খুঁজে পাই। তাই নতুনভাবে একক কণ্ঠে গেয়ে গানটি উপহার দিলাম। আশা করছি গানটি ভালো লাগবে সবার।' সঙ্গীত পরিচালক গোলাম সারোয়ার মনে করেন, কিছু কিছু গান জীবনের কথা বলে। এটি তেমনই একটি গান। মনির খান ১৯৯৬ সালে 'তোমার কোনো দোষ নেই' নামে একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন। তার প্রথম অ্যালবামই সাড়া ফেলেছিল। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে তিনি ৪২টি একক অ্যালবাম এবং তিনশর বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া সিনেমার গানেও পেস্ন-ব্যাক করেছেন মনির খান। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই গায়ক। তবে বিগত স্বৈরশাসকের সময় দীর্ঘ ১৭ বছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে হলে তার আর পেস্ন-ব্যাক করা হয় না। ফলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আরও বাড়তে পারেনি। নয়তো তিনি যে হারে গান গাইছেন তার গানের কোয়ালিটি অনুযায়ীই তিনি আরও অন্তত পাঁচ-সাতবার এই পুরস্কার অবলীলায় নিজের করে নিতে পারতেন।