শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মরণোত্তর দেহদান করে দুশ্চিন্তায় ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মরণোত্তর দেহদান করে দুশ্চিন্তায় ঋতুপর্ণা

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে অনুপ্রাণিত হয়ে কয়েকদিন আগে মরণোত্তর দেহদান করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেহদানের সেই চুক্তিপত্র স্বাক্ষরের ছবিও যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। তবে দেহদান করে এখন দুশ্চিন্তায় পড়ে গেছেন এই অভিনেত্রী। কলকাতার আর জি কর ধর্ষণকান্ডে প্রতিবাদে উত্তাল অবস্থা বিরাজ করছে ভারতে। এসবের মাঝেই এবার হাসপাতালের লাশকাটা ঘর নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালটিতে এক চিকিৎসক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার তদন্তে উঠে আসছে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন হতে জানা গেছে, সঞ্জয় রায় নামে পুলিশের এক সোর্সকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফোনে পাওয়া গেছে মরদেহের সঙ্গে সঙ্গমের ভিডিও।

শুধু তা-ই নয়, গত সাত বছরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এদিকে এসব তথ্য প্রকাশ্যে আসার পর অন্যদের মতো দুশ্চিন্তায় পড়ে গেছেন ঋতুপর্ণাও।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, আশা করি আমার মৃতু্যর আগে এসব অরাজকতা কমবে। মরণোত্তর দেহদান নিয়ে অনেকে বিভ্রান্তিতে ভোগেন। কিন্তু আমার মনে এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। প্রায় এক দশক আগে মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুপর্ণা। অভিনেত্রীর ভাষ্য, মৃতু্যর পরও যদি সমাজের কোনো উপকারে আসতে পারি, সেটা ভেবে আমার নিজের মধ্যেই অন্যরকম ভালো লাগা কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে